নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে কাউসার আলম (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে একজন শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার অভিযোগে তিন শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন।
দণ্ডপ্রাপ্ত কাউসার আলম উপজেলার পুদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মমিন উল্লাহর ছেলে এবং আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়টিতে যাওয়ার পর একজন বহিরাগত যুবক পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। একজন পরীক্ষার্থীর কাছেও নকল পাওয়া যায়। এ সময় নকল সরবরাহকারী ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া দায়িত্বে অবহেলা করায় তিনজন শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’
জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ‘এ ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য সকল কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে কাউসার আলম (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে একজন শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার অভিযোগে তিন শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন।
দণ্ডপ্রাপ্ত কাউসার আলম উপজেলার পুদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মমিন উল্লাহর ছেলে এবং আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়টিতে যাওয়ার পর একজন বহিরাগত যুবক পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। একজন পরীক্ষার্থীর কাছেও নকল পাওয়া যায়। এ সময় নকল সরবরাহকারী ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া দায়িত্বে অবহেলা করায় তিনজন শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’
জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ‘এ ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য সকল কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে