Ajker Patrika

মিয়ানমার থেকে ফিরছেন ৮৫ জন, যাচ্ছেন ১২০ বিজিপি সদস্য

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে ফিরছেন ৮৫ জন, যাচ্ছেন ১২০ বিজিপি সদস্য

মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে ৮৫ জন বাংলাদেশি ফিরছেন রোববার। আজ শনিবার সকালে তাদের নিয়ে রাখাইনের সিতওয়ে বন্দর থেকে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ রওনা হয়েছে। 

একই জাহাজে রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে ঠিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী পুলিশ (বিজিপি) ও সেনা সদস্যদের ফেরত পাঠানো হবে। 

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিতওয়ে বন্দর থেকে রওনা হওয়া জাহাজটি রোববার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছতে পারে।’ 

তিনি বলেন, ‘এর আগে আরও তিন দফায় প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হয়। রোববার দুপুরের মধ্যে ফেরত আসা ৮৫ বাংলাদেশিকে হস্তান্তরের পর মিয়ানমারের প্রতিনিধি দলটি ১২০ বিজিপি ও সেনা সদস্যদের গ্রহণ করবেন।’ 

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ ৮৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। রোববার সকালে এটি কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। 

প্রত্যাগত ৮৫ জন বাংলাদেশির মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিনজন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের মধ্যে কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা রয়েছেন। 
 
তথ্যমতে, বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েস্থ বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমার থেকে ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

এর আগে গত ৯ জুন ৪৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফেরেন। ওই দিন মিয়ানমার ফেরত যায় ১৩৪ বিজিপি ও সেনা সদস্য। ২৫ এপ্রিল বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরেন আরও ১৭৩ জন বাংলাদেশি। একই দিন বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত