নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট মোড় ও উপজেলা ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলেমান (৪৫), আব্দুল্লাহ (২৭), আবুল কালাম (৩০), রুবেল (৩১), মামুন (৩৪), বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) ও শাহজাহান (৪৩)।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় চাঁদাবাজির শিকার হচ্ছেন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অটোরিকশার চালকেরা। এই বিষয়ে নজরদারি চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর ও ফটিকছড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে হাতেনাতে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।’
শরীফ উল আলম বলেন, ‘মূলত অটোরিকশা স্টেশনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে চাঁদা না দিলে চালকদের মারধরের ঘটনাও ঘটে। পৃথক দুটি মামলা দিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে।’
চট্টগ্রামে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট মোড় ও উপজেলা ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলেমান (৪৫), আব্দুল্লাহ (২৭), আবুল কালাম (৩০), রুবেল (৩১), মামুন (৩৪), বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) ও শাহজাহান (৪৩)।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় চাঁদাবাজির শিকার হচ্ছেন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অটোরিকশার চালকেরা। এই বিষয়ে নজরদারি চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর ও ফটিকছড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে হাতেনাতে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।’
শরীফ উল আলম বলেন, ‘মূলত অটোরিকশা স্টেশনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে চাঁদা না দিলে চালকদের মারধরের ঘটনাও ঘটে। পৃথক দুটি মামলা দিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১৭ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৩২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৩৬ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে