প্রতিনিধি, রামু (কক্সবাজার)
বৌদ্ধদের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আষাঢ়ী পূর্ণিমা। আজকের মহা এই পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বৌদ্ধদের তিন মাসব্যাপী বর্ষাবাস পালন।
আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে মূলত বৌদ্ধ ভিক্ষুরা অধিকতরভাবে শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন করেন এবং বৌদ্ধ গৃহীরা দান, শীল, ভাবনায় রত থাকার সুযোগ পেয়ে থাকেন। নিজেকে আত্মশুদ্ধির অন্যতম সময় মনে করা হয় আষাঢ়ী পূর্ণিমাকে।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু প্রজ্ঞানন্দ আজকের পত্রিকাকে জানান, আজকের এই দিনেই রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ (মহাভিনিষ্ক্রমণ) বুদ্ধত্বলাভ পরবর্তী সময়ে সারনাথের ঋষি পতন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিক্ষুদের কাছে তথাগত বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা, শ্রাবস্তীর গম্বন্ড বৃক্ষ মূলে যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তুষিত স্বর্গে গমনের মতো অনন্য ঘটনা ঘটেছিল। তাই দিনটি গুরুত্বপূর্ণ।
এদিকে, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রামুর অধিকাংশ বৌদ্ধবিহার নতুন সাজে সেজেছে। রামু কেন্দ্রীয় সীমা বিহারে এক দিন আগে থেকেই দেখা যায় আলোকসজ্জা। ঐতিহাসিক রামকোট বৌদ্ধবিহারে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে পূজারিদের রামুর বিভিন্ন মন্দিরে আসতে দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বৌদ্ধ গৃহীদের অষ্টশীল গ্রহণের চিত্র দেখা যায়।
বৌদ্ধদের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আষাঢ়ী পূর্ণিমা। আজকের মহা এই পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বৌদ্ধদের তিন মাসব্যাপী বর্ষাবাস পালন।
আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে মূলত বৌদ্ধ ভিক্ষুরা অধিকতরভাবে শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন করেন এবং বৌদ্ধ গৃহীরা দান, শীল, ভাবনায় রত থাকার সুযোগ পেয়ে থাকেন। নিজেকে আত্মশুদ্ধির অন্যতম সময় মনে করা হয় আষাঢ়ী পূর্ণিমাকে।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু প্রজ্ঞানন্দ আজকের পত্রিকাকে জানান, আজকের এই দিনেই রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ (মহাভিনিষ্ক্রমণ) বুদ্ধত্বলাভ পরবর্তী সময়ে সারনাথের ঋষি পতন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিক্ষুদের কাছে তথাগত বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা, শ্রাবস্তীর গম্বন্ড বৃক্ষ মূলে যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তুষিত স্বর্গে গমনের মতো অনন্য ঘটনা ঘটেছিল। তাই দিনটি গুরুত্বপূর্ণ।
এদিকে, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রামুর অধিকাংশ বৌদ্ধবিহার নতুন সাজে সেজেছে। রামু কেন্দ্রীয় সীমা বিহারে এক দিন আগে থেকেই দেখা যায় আলোকসজ্জা। ঐতিহাসিক রামকোট বৌদ্ধবিহারে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে পূজারিদের রামুর বিভিন্ন মন্দিরে আসতে দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বৌদ্ধ গৃহীদের অষ্টশীল গ্রহণের চিত্র দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে