Ajker Patrika

ছাগলনাইয়ায় আনসার কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়ায় আনসার কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ 

ফেনীর ছাগলনাইয়ায় এক আনসার কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাগলনাইয়া থানা, আনসার মহাপরিচালক, আনসার ফেনী জেলা এ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। 

আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ১২ ফেব্রুয়ারি অভিযুক্ত মাসুদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বর্তমানে মাসুদ পারভেজ ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

ভুক্তভোগী নুসরাত সাবরিন শ্রাবণী জানান, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মুসলিম শরিয়া মোতাবেক পারিবারিকভাবে মাসুদ পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে মুসাদ পারভেজ নামের দুই বছর আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় শ্রাবণীর বাবা চার ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরের দেওয়া চার ভরি স্বর্ণ বিক্রি করে দেয় এবং যৌতুকের জন্য স্ত্রী শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ। এভাবেই চলছিল তাঁদের সংসার। এর মাঝে চাকরির প্রমোশনের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মাসুদ পারভেজ। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণীকে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ।

এ ব্যাপারে অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, মাসুদ পারভেজ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত