ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় এক আনসার কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাগলনাইয়া থানা, আনসার মহাপরিচালক, আনসার ফেনী জেলা এ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ১২ ফেব্রুয়ারি অভিযুক্ত মাসুদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বর্তমানে মাসুদ পারভেজ ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী নুসরাত সাবরিন শ্রাবণী জানান, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মুসলিম শরিয়া মোতাবেক পারিবারিকভাবে মাসুদ পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে মুসাদ পারভেজ নামের দুই বছর আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় শ্রাবণীর বাবা চার ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরের দেওয়া চার ভরি স্বর্ণ বিক্রি করে দেয় এবং যৌতুকের জন্য স্ত্রী শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ। এভাবেই চলছিল তাঁদের সংসার। এর মাঝে চাকরির প্রমোশনের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মাসুদ পারভেজ। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণীকে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ।
এ ব্যাপারে অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, মাসুদ পারভেজ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।
ফেনীর ছাগলনাইয়ায় এক আনসার কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাগলনাইয়া থানা, আনসার মহাপরিচালক, আনসার ফেনী জেলা এ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ১২ ফেব্রুয়ারি অভিযুক্ত মাসুদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বর্তমানে মাসুদ পারভেজ ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী নুসরাত সাবরিন শ্রাবণী জানান, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মুসলিম শরিয়া মোতাবেক পারিবারিকভাবে মাসুদ পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে মুসাদ পারভেজ নামের দুই বছর আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় শ্রাবণীর বাবা চার ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরের দেওয়া চার ভরি স্বর্ণ বিক্রি করে দেয় এবং যৌতুকের জন্য স্ত্রী শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ। এভাবেই চলছিল তাঁদের সংসার। এর মাঝে চাকরির প্রমোশনের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মাসুদ পারভেজ। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণীকে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ।
এ ব্যাপারে অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, মাসুদ পারভেজ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১১ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২০ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩৭ মিনিট আগে