দেবিদ্বারে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৯: ২৪
Thumbnail image

কুমিল্লার দেবিদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এসে সংসদ সদস্য রাজী ফখরুল ও উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও সরকারি গাড়িতে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। পরে নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন বলে জানান তিনি।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ভিংলাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান সমর্থিত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ভিংলাবাড়ী এলাকার মো. সজীব মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা হলেন ভিংলাবাড়ী এলাকার মো. জহির ও মাহবুব হোসেন, বানিয়াপাড়ার হিমেল ও শুভ। 

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সোমবার দিবাগত রাতে নেতা-কর্মীদের নিয়ে পৌরসভার আলিয়াবাদ এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। একই সময়ে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলও তাঁর নেতা-কর্মীদের নিয়ে একই এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে যান। একপর্যায়ে বহরের গাড়ি সাইডে রাখা নিয়ে উভয়ের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ তাঁর গাড়িবহর নিয়ে পৌরসভার ফতেহাবাদ এলাকার একটি মণ্ডপ পরিদর্শনে আসেন। এ সময় সংসদ সদস্য রাজী ফখরুলের গাড়িবহর আলিয়াবাদের মণ্ডপ পরিদর্শন শেষে ফতেহাবাদ এলাকার অন্য আরেকটি মণ্ডপে যাওয়ার পথে ফের দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। 

দেবিদ্বারে সংঘর্ষে জড়ায় সংসদ সদস্য রাজী ফখরুল ও উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের অনুসারীরাএ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে আসছিলাম। স্থানীয় সংসদ সদস্য রাজী ফখরুলের নেতা-কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে আলিয়াবাদ এলাকায় আমার নেতা-কর্মীদের মারধর করে। পরে আমি নেতা-কর্মীদের নিয়ে ফতেহাবাদ এলাকায় একটি মণ্ডপ পরিদর্শন শেষে ভিংলাবাড়ী এলাকায় পৌঁছালে পুনরায় তারা হামলা চালায়। আমি তাদের নিবৃত্ত করতে গেলে তাঁরা আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়ি ও উপজেলা পরিষদের সরকারি গাড়ি ভাঙচুর করেছে। আমার পাঁচজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে। এর মধ্যে গুরুতর আহত সজীব নামের একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, ‘সংসদ সদস্য রাজী ফখরুলের গাড়িবহর ফতেহাবাদ এলাকার পূজামণ্ডপে যাওয়ার পথে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের লোকজন আমাদের দেখে উসকানিমূলক স্লোগান দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে উপজেলা চেয়ারম্যানের গাড়ি কে বা কারা ভেঙেছে আমাদের জানা নেই।’ 

এ বিষয়ে সংসদ সদস্য রাজী ফখরুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, সংঘর্ষের ঘটনাটি পূজামণ্ডপের বাইরে ঘটেছে। তবে দুপক্ষের কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত