মহেশখালীতে থ্রি জি রাইফেলসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র–গুলিসহ মো. সাজেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থ্রি জি রাইফেলসহ চারটি অস্ত্র–গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা–পুলিশ এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি থ্রি জি রাইফেল, একটি দু’নলা বন্দুক, একটি এক নালা বন্দুক, একটি এলজি ও দশ রাউন্ড গুলি রয়েছে।’ এ বিষয়ে মামলা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত