সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় দায়িত্ব অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগে রাতে মামলা দায়ের করা হবে।’
ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, তারা বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তকাজ চলমান রেখেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগতভাবে বাদী হয়ে যদি কেউ মামলা করেন তাহলে তারা সেভাবে মামলাটি নেবেন। এ ক্ষেত্রে যদি কেউ এগিয়ে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত শনিবার সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সাতজনের প্রাণহানি ও অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লেও এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তাঁরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় দায়িত্ব অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগে রাতে মামলা দায়ের করা হবে।’
ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, তারা বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তকাজ চলমান রেখেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগতভাবে বাদী হয়ে যদি কেউ মামলা করেন তাহলে তারা সেভাবে মামলাটি নেবেন। এ ক্ষেত্রে যদি কেউ এগিয়ে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত শনিবার সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সাতজনের প্রাণহানি ও অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লেও এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তাঁরা।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৭ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে