মতলব উত্তরে যুবকের উপর্যুপরি ছুরির আঘাতে বাবার মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের উপর্যুপরি ছুরির আঘাতে মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ছেলে মো. রোমান (২৬) পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর স্ত্রী মীম আক্তারকে (২০) আটক করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক এই তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার মেজ ভাই প্রবাস ফেরত মো. রোমান ধারালো ছুরি দিয়ে বাবাকে উপর্যুপরি আঘাত করেন। বাবাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম তিন-চার বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার দু-এক বছর পর থেকে আব্দুস সোবহান বিয়ে করতে চান। কিন্তু ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং তাঁদের সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়াঝাঁটি হতো।

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের পলাতক ছেলে মো. রোমানকে আটক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত