Ajker Patrika

আনোয়ারায় মাছ ব্যবসায়ী হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় মাছ ব্যবসায়ী হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল উদ্দিন (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার সকালের ওই ঘটনায় রাতে আনোয়ারা থানায় মামলাটি করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজ সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোরশেদুল রহমান খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজাদুল ইসলাম শিমুল, মোক্তার আহমদ, নুর হোসেন (৩২), জাগির হোসেন (৩৫), রাশেদুল ইসলাম রাসেল (৪৪), সৈয়দ আহমদ (৬৯), বোরহান উদ্দিন (২৭), মঈনুদ্দিন (৩০), নুরুল হক (৩৭), মো. জুনায়েদ (২৫), মো. আজাদুল ইসলাম শিমুল (৪০) ও মোরশেদুল রহমান খোকা (৫২)।

গতকাল রোববার ভোর ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকার মনু মিয়া দীঘিরপাড়ে প্রধান আসামি মোক্তার আহমদের (৩৬) নেতৃত্বে ওই হত্যার ঘটনা ঘটে। নিহত জালাল উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর ছেলে। পরে রাতে নিহতের বড় ভাই মোহাম্মদ জামাল বাদী হয়ে আনোয়ারা থানায় মামলাটি করেন। ঘটনার পর মোক্তারের বাবা ছৈয়দ আহমদকে (৫৯) আটক করে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

 এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত