সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেশ ফুলকপি চাষ হয়। কিন্তু রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহ দেখাচ্ছিলেন না কোনো কৃষক। তাঁদের আশঙ্কা মানুষ এগুলো খাবে না, চাষ করে লোকসান হবে।
কিন্তু সবাই তো আর এক পথে চলে না। সাহস দেখালেন কৃষক মো. জাহাঙ্গীর আলম। গত বছর প্রথমবারের মতো ব্যতিক্রমী এ ফসলের চাষে হাত দেন তিনি। প্রথমবারেই সফল। এবার তাই আগেরবারের চেয়ে বেশি জমিতে রঙিন ফুলকপি চাষ করেন। যথারীতি এবারও লাভবান। জাহাঙ্গীরের সফলতায় এ প্রজাতির ফুলকপির চাষে এখন আগ্রহী অন্য অনেক কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নের ৯৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করা হয়েছে। এর মধ্যে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট, পৌরসদরের নুনাছড়া, টেরিয়াইল ও ভাটিয়ারির ফুলতলা এলাকার ৫ হেক্টর জমিতে রঙিন ফুলকপির আবাদ করা হয়েছে। গত বছর প্রথমবারের মতো ১৫ জন কৃষক ১ হাজার ২০০ রঙিন ফুলকপি আবাদ করেছিলেন। কিন্তু এ বছর ৪৫ জন কৃষক তাঁদের জমিতে ১২ হাজার রঙিন ফুলকপির আবাদ করেছেন।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ফুলকপি সাধারণত সাদা রঙের। তবে এখানে চাষ হচ্ছে হলুদ ও সবুজ ফুলকপিও। ফুলকপি তার রং পায় ‘অ্যান্থোসায়ানিন’ থেকে। অ্যান্থোসায়ানিন রক্ত জমাট বাঁধা কমিয়ে হৃদ্রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। হলুদ ফুলকপির রঙের পেছনে ‘ক্যারোটিনয়েড’-এর ভূমিকা রয়েছে। এতে আছে ভিটামিন ‘এ’ ও অ্যান্টি-অক্সিডেন্ট। অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
উপজেলার ফৌজদারহাট এলাকার কৃষক মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃষি কর্মকর্তার পরামর্শে গত বছর প্রথমবারের মতো নিজের জমিতে অল্প ফুলকপির চারা রোপণ করেছিলেন। এতে প্রথম বছরেই মেলে সফলতা। প্রথমবারের মতো উৎপাদিত রঙিন ফুলকপি বিক্রি করে খরচের দ্বিগুণের অধিক টাকা লাভবান হন তিনি। তাই এবার তিনি ২ হাজার রঙিন ফুলকপির চারা রোপণ করেন। এরই মধ্যে বেশ কিছু ফুলকপি ১০০ টাকা দরে বাজারে বিক্রি করেছেন। বাজারে রঙিন ফুলকপির চাহিদাও আছে বেশ।
উপসহকারী কৃষি কর্মকর্তা সুপর্ণা বড়ুয়া বলেন, রঙিন ফুলকপি চাষে রোগবালাই কম হয়। জৈব উপায়ে এই ফুলকপিতে আসা পোকামাকড় দমন করা যায়। ফলে কৃষককে বাড়তি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ জানান, কৃষকদের রঙিন ফুলকপির চাষে উদ্বুদ্ধ করতে জামালপুরের একটি কৃষি খামার থেকে অনলাইনে অর্ডার করে চারাগুলো আমদানি করেছেন তাঁরা। এরপর সেই চারা পৌঁছে দেওয়া হয়েছে রঙিন ফুলকপি চাষাবাদে আগ্রহী ৪৫ জন কৃষকের কাছে।
রঙিন ফুলকপি এবং সাদা ফুলকপির মধ্যে পার্থক্য শুধু বীজে। চাষের পদ্ধতির অন্য সব প্রক্রিয়া একই। কিন্তু বাজারে দাম সাদা ফুলকপির তুলনায় প্রতিটিতে ২০ থেকে ২৫ টাকা বেশি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেশ ফুলকপি চাষ হয়। কিন্তু রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহ দেখাচ্ছিলেন না কোনো কৃষক। তাঁদের আশঙ্কা মানুষ এগুলো খাবে না, চাষ করে লোকসান হবে।
কিন্তু সবাই তো আর এক পথে চলে না। সাহস দেখালেন কৃষক মো. জাহাঙ্গীর আলম। গত বছর প্রথমবারের মতো ব্যতিক্রমী এ ফসলের চাষে হাত দেন তিনি। প্রথমবারেই সফল। এবার তাই আগেরবারের চেয়ে বেশি জমিতে রঙিন ফুলকপি চাষ করেন। যথারীতি এবারও লাভবান। জাহাঙ্গীরের সফলতায় এ প্রজাতির ফুলকপির চাষে এখন আগ্রহী অন্য অনেক কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নের ৯৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করা হয়েছে। এর মধ্যে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট, পৌরসদরের নুনাছড়া, টেরিয়াইল ও ভাটিয়ারির ফুলতলা এলাকার ৫ হেক্টর জমিতে রঙিন ফুলকপির আবাদ করা হয়েছে। গত বছর প্রথমবারের মতো ১৫ জন কৃষক ১ হাজার ২০০ রঙিন ফুলকপি আবাদ করেছিলেন। কিন্তু এ বছর ৪৫ জন কৃষক তাঁদের জমিতে ১২ হাজার রঙিন ফুলকপির আবাদ করেছেন।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ফুলকপি সাধারণত সাদা রঙের। তবে এখানে চাষ হচ্ছে হলুদ ও সবুজ ফুলকপিও। ফুলকপি তার রং পায় ‘অ্যান্থোসায়ানিন’ থেকে। অ্যান্থোসায়ানিন রক্ত জমাট বাঁধা কমিয়ে হৃদ্রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। হলুদ ফুলকপির রঙের পেছনে ‘ক্যারোটিনয়েড’-এর ভূমিকা রয়েছে। এতে আছে ভিটামিন ‘এ’ ও অ্যান্টি-অক্সিডেন্ট। অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
উপজেলার ফৌজদারহাট এলাকার কৃষক মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃষি কর্মকর্তার পরামর্শে গত বছর প্রথমবারের মতো নিজের জমিতে অল্প ফুলকপির চারা রোপণ করেছিলেন। এতে প্রথম বছরেই মেলে সফলতা। প্রথমবারের মতো উৎপাদিত রঙিন ফুলকপি বিক্রি করে খরচের দ্বিগুণের অধিক টাকা লাভবান হন তিনি। তাই এবার তিনি ২ হাজার রঙিন ফুলকপির চারা রোপণ করেন। এরই মধ্যে বেশ কিছু ফুলকপি ১০০ টাকা দরে বাজারে বিক্রি করেছেন। বাজারে রঙিন ফুলকপির চাহিদাও আছে বেশ।
উপসহকারী কৃষি কর্মকর্তা সুপর্ণা বড়ুয়া বলেন, রঙিন ফুলকপি চাষে রোগবালাই কম হয়। জৈব উপায়ে এই ফুলকপিতে আসা পোকামাকড় দমন করা যায়। ফলে কৃষককে বাড়তি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ জানান, কৃষকদের রঙিন ফুলকপির চাষে উদ্বুদ্ধ করতে জামালপুরের একটি কৃষি খামার থেকে অনলাইনে অর্ডার করে চারাগুলো আমদানি করেছেন তাঁরা। এরপর সেই চারা পৌঁছে দেওয়া হয়েছে রঙিন ফুলকপি চাষাবাদে আগ্রহী ৪৫ জন কৃষকের কাছে।
রঙিন ফুলকপি এবং সাদা ফুলকপির মধ্যে পার্থক্য শুধু বীজে। চাষের পদ্ধতির অন্য সব প্রক্রিয়া একই। কিন্তু বাজারে দাম সাদা ফুলকপির তুলনায় প্রতিটিতে ২০ থেকে ২৫ টাকা বেশি।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৩ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৪ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৫ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৫ ঘণ্টা আগে