মুহূর্তে আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের কর্ণফুলীতে প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটি। এতে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার বিকেল পাঁচটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন মানিক বলেন, শিকলবাহা এলাকার আবু তাহেরের প্লাস্টিকের ববিং তৈরির কারখানা শাহিন এন্টারপ্রাইজে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সবই প্লাস্টিক। তাই কয়েক ঘণ্টার মধ্যে সবই পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

ইউপি সদস্য বলেন, এটি মূলত শিল্প এলাকা। এখানে অনেক কারখানা রয়েছে। তবে উপযুক্ত রাস্তা না থাকায় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসও আসতে পারে না। চারদিকে শুধু স্থাপনা। ঘনবসতি এলাকায় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে তুলেছে ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের ববিং তৈরির কারখানা। স্থানীয় প্রশাসনও তাদের কিছু বলে না। 

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছুই জানায়নি। গ্রামের ভেতর ঝুঁকিপূর্ণ কারখানার বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত