কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অযাচিত মন্তব্য, বডি শেমিংসহ নানা অভিযোগ উঠেছে। ওই শিক্ষক যেন তাঁদের কোনো ধরনের একাডেমিক কার্যক্রম সম্পৃক্ত না হয় এটি উল্লেখ করে গত ২২ সেপ্টেম্বর একটি অভিযোগপত্র জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান বরাবর এই অভিযোগ দেন।
অভিযোগ পত্রে শিক্ষার্থীরা শিক্ষক জসিমের বিরুদ্ধে ইনকোর্স সঠিকভাবে মূল্যায়ন না করা, বিষয়মূলক পাঠদানে অপারগতা এবং স্বেচ্ছাচারিতা, ক্লাস সময়মতো না নেওয়া, অধিকাংশ ক্ষেত্রে পূর্ব ঘোষণা ব্যতীত ক্লাস বাতিল করে দেওয়া, প্রিপারেশন লিভের (পিএল) মাঝেও ইনকোর্স নেওয়া, শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করা, ছাত্রীদের মৌখিক হেনস্তা করা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে শ্রেণি কক্ষে নেতিবাচক আলোচনা করা এবং একাধিক ছাত্রীকে বডি শেমিং করার করার বিষয় উল্লেখ করে।
অভিযোগ করা শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ক্লাসে পড়ানোর চেয়ে বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েই ক্লাসে আলোচনা করতেই বেশি আগ্রহী ছিলেন ওই শিক্ষক। তাঁদের শিক্ষাবর্ষের এক ছাত্রীকে তিনি ক্লাসে বলেছিলেন, ‘জামাইয়ের সঙ্গে থাকতে থাকতে বালতি হয়ে গেছ।’ আবার আরেক নারী ছাত্রী ঢাকায় থাকার কারণে ক্লাসে অনুপস্থিত ছিলেন। তাঁকে ক্লাসে দাঁড় করিয়ে অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করেন। ঢাকায় থাকার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারেননি বলে জানান ওই ছাত্রী। প্রত্যুত্তরে শিক্ষক জসিম ক্লাসে সবার সামনে সেই তাঁকে বলেন, ‘তুমি ঢাকা ছিলা, তোমাকে খুলল কে?’
এ ছাড়া ২০২২ সালে ২১ আগস্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের বিজনেস স্টাটিস্টিক্স কোর্সের ভাইভায় এক ছাত্রী পর্দা করায় ‘মৌলবাদী জঙ্গি’ বলে সম্বোধন ও তাঁকে ভাইভাতে ম্যানার জানেন না বলে হেনস্তা করা হয়—এমন অভিযোগ ওঠে।
অভিযোগ পত্রে শিক্ষার্থীরা প্রমাণস্বরূপ জসিম উদ্দিনের নেওয়া কোর্সের রেজাল্ট শিট জমা দেন। যেখানে উল্লেখ করা হয়, ২০১৮-১৯ সেশনে প্রথম সেমিস্টারে থাকা অবস্থায় তিন বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান। তবুও তাঁদের উপস্থিতিতে নম্বর দেওয়া হয়। এমনি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে এসে ওই তিন শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের নম্বর দেন। অথচ তাঁরা বিদ্যালয়েই নেই। এমনকি মার্ক টেম্পারিং এর অভিযোগও আনেন শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগের কিছু না। শিক্ষার্থীরা এসেছিল। এগুলো আমরা বিভাগে সমাধান করেছি।’
তবে লিখিত অভিযোগ বিভাগীয় প্রধান বরাবর দেওয়া হয়েছে জানালে তিনি বলেন, ‘এটা বিভাগীয় প্রধানকে জিজ্ঞেস করেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, ‘আমি লিখিত অভিযোগটি পেয়েছি। লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে যেন তাদের কোনো একাডেমিক কার্যক্রমে রাখা না হয়। এই বিষয়ে বিভাগে একটি মিটিং করেছি। সেখানে তাঁকে উক্ত ব্যাচের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিবেদকের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম শুনেছেন। তাঁর কাছে বিষয়টি আসলে দেখবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অযাচিত মন্তব্য, বডি শেমিংসহ নানা অভিযোগ উঠেছে। ওই শিক্ষক যেন তাঁদের কোনো ধরনের একাডেমিক কার্যক্রম সম্পৃক্ত না হয় এটি উল্লেখ করে গত ২২ সেপ্টেম্বর একটি অভিযোগপত্র জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান বরাবর এই অভিযোগ দেন।
অভিযোগ পত্রে শিক্ষার্থীরা শিক্ষক জসিমের বিরুদ্ধে ইনকোর্স সঠিকভাবে মূল্যায়ন না করা, বিষয়মূলক পাঠদানে অপারগতা এবং স্বেচ্ছাচারিতা, ক্লাস সময়মতো না নেওয়া, অধিকাংশ ক্ষেত্রে পূর্ব ঘোষণা ব্যতীত ক্লাস বাতিল করে দেওয়া, প্রিপারেশন লিভের (পিএল) মাঝেও ইনকোর্স নেওয়া, শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করা, ছাত্রীদের মৌখিক হেনস্তা করা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে শ্রেণি কক্ষে নেতিবাচক আলোচনা করা এবং একাধিক ছাত্রীকে বডি শেমিং করার করার বিষয় উল্লেখ করে।
অভিযোগ করা শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ক্লাসে পড়ানোর চেয়ে বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েই ক্লাসে আলোচনা করতেই বেশি আগ্রহী ছিলেন ওই শিক্ষক। তাঁদের শিক্ষাবর্ষের এক ছাত্রীকে তিনি ক্লাসে বলেছিলেন, ‘জামাইয়ের সঙ্গে থাকতে থাকতে বালতি হয়ে গেছ।’ আবার আরেক নারী ছাত্রী ঢাকায় থাকার কারণে ক্লাসে অনুপস্থিত ছিলেন। তাঁকে ক্লাসে দাঁড় করিয়ে অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করেন। ঢাকায় থাকার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারেননি বলে জানান ওই ছাত্রী। প্রত্যুত্তরে শিক্ষক জসিম ক্লাসে সবার সামনে সেই তাঁকে বলেন, ‘তুমি ঢাকা ছিলা, তোমাকে খুলল কে?’
এ ছাড়া ২০২২ সালে ২১ আগস্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের বিজনেস স্টাটিস্টিক্স কোর্সের ভাইভায় এক ছাত্রী পর্দা করায় ‘মৌলবাদী জঙ্গি’ বলে সম্বোধন ও তাঁকে ভাইভাতে ম্যানার জানেন না বলে হেনস্তা করা হয়—এমন অভিযোগ ওঠে।
অভিযোগ পত্রে শিক্ষার্থীরা প্রমাণস্বরূপ জসিম উদ্দিনের নেওয়া কোর্সের রেজাল্ট শিট জমা দেন। যেখানে উল্লেখ করা হয়, ২০১৮-১৯ সেশনে প্রথম সেমিস্টারে থাকা অবস্থায় তিন বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান। তবুও তাঁদের উপস্থিতিতে নম্বর দেওয়া হয়। এমনি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে এসে ওই তিন শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের নম্বর দেন। অথচ তাঁরা বিদ্যালয়েই নেই। এমনকি মার্ক টেম্পারিং এর অভিযোগও আনেন শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগের কিছু না। শিক্ষার্থীরা এসেছিল। এগুলো আমরা বিভাগে সমাধান করেছি।’
তবে লিখিত অভিযোগ বিভাগীয় প্রধান বরাবর দেওয়া হয়েছে জানালে তিনি বলেন, ‘এটা বিভাগীয় প্রধানকে জিজ্ঞেস করেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, ‘আমি লিখিত অভিযোগটি পেয়েছি। লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে যেন তাদের কোনো একাডেমিক কার্যক্রমে রাখা না হয়। এই বিষয়ে বিভাগে একটি মিটিং করেছি। সেখানে তাঁকে উক্ত ব্যাচের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিবেদকের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম শুনেছেন। তাঁর কাছে বিষয়টি আসলে দেখবেন।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১৯ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪২ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে