Ajker Patrika

রামগঞ্জে বাসচাপায় যুবক নিহত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৭: ৩৬
রামগঞ্জে বাসচাপায় যুবক নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহিম (৪০)। আজ শনিবার বিকেল ৪টায় রামগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।    

নিহত আবদুর রহিম রামগঞ্জ পৌরসভার নন্দনপুর গ্রামের আবদুস সোবহান ব্যাপারী বাড়ির (চৌকিদার বাড়ি) মৃত আবুল খায়েরের ছেলে ও দুই সন্তানের জনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেগমগঞ্জ থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রামগঞ্জ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থানরত চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহনের তিনটি বাসকে ধাক্কা দিয়ে পথচারী আবদুর রহিমকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আবদুর রহিম মারা যান। 

আবদুর রহিমের ভাই মো. সুমন বলেন, ‘জননী বাসচাপায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও কারও যেন কিছু করার নেই। রামগঞ্জ-বেগমগঞ্জ বা নোয়াখালীর মাইজদী থেকে জননী বাসগুলো আসা-যাওয়া করলেও অধিকাংশ চালকের কোনো লাইসেন্স নেই। বেগমগঞ্জ থেকে জননী বাস রামগঞ্জে আসার পথে জয়াগ বা চাটখিলে চালক নেমে গিয়ে চালকের সহকারীকে (হেলপার) রামগঞ্জে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। এ কারণেই দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত