Ajker Patrika

চকরিয়ায় কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২১: ৩৭
চকরিয়ায় কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের মোহাম্মদ মারুফ (১৭) ও আনুমানিক ৪৫ বছর বয়সী আরেক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। 

আহতরা হলেন নিহত মারুফের দাদি আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) এবং পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসদর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা ডুলাহাজারা যাচ্ছিল। চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় পৌঁছালে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মকছুদ আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। যার বয়স ৪৫ বছর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত