Ajker Patrika

চাঁদপুরে পুলিশ দেখে দীঘিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২: ০৫
চাঁদপুরে পুলিশ দেখে দীঘিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেপ্তার এড়াতে পুলিশ দেখে দীঘির পানিতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

ছবুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় লোকজন জানান, একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ছবুরকে গ্রেপ্তার করতে শাহরাস্তি থানার পুলিশ অভিযান চালায়। ওই সময় গ্রেপ্তার এড়াতে তিনি মাজারের দীঘিতে ঝাঁপ দেন। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিলেও তিনি পানির গভীরে তলিয়ে যান। একপর্যায়ে এলাকার লোকজন দীঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। 

পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, তাঁরা বিকেলে এলাকার লোকজন এবং নিহত ছফিউল্লাহসহ এক ঘটনার সমাধানে বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় তিনি পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান। 

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্লাহকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ 

শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘ওই ব্যক্তি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পুলিশ দেখেই দীঘিতে ঝাঁপ দেন। সেখানে তিনি পানিতে তলিয়ে যান। তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত