Ajker Patrika

দাউদকান্দিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আনোয়ারা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় ইলিয়টগঞ্জ পশ্চিম বাজার পল্লি চিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদারের চেম্বারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা চান্দিনা উপজেলার বাতাঘাসী গ্ৰামের কাসেম মিয়ার স্ত্রী। 

জানা যায়, দুপুরে আনোয়ারা বেগম তাঁর নিজ বাড়িতে হঠাৎ করেই শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে ইলিয়টগঞ্জ বাজার নিয়ে চিকিৎসকের চেম্বারে ভর্তি করানো হয়। পরে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। রোগী আনোয়ারা বেগম নিজ পায়ে হেঁটে হাসপাতালে আসা যাওয়া করেন। 

রোগীর স্বজনদের অভিযোগ, পরীক্ষা শেষে ওই চেম্বারের পল্লি চিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদার রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার পরই রোগী আনোয়ারা বেগমের বুক জ্বালাপোড়া শুরু করে। এরপরই তিনি মারা যান। 

বাতাঘাসী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য উম্মে জাহানারা বেগম বলেন, আমি ওই চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রোগী আনোয়ারা বেগমের মেয়ে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে চেম্বারের ভেতর থেকে এসে বলে আমার মা নেই। সঙ্গে সঙ্গে আমি চেম্বারে প্রবেশ করি। প্রবেশের পর দেখি ডাক্তার রোগীর স্বজনদের বলছেন, অন্য কোথাও নিয়ে ভর্তি করাতে। আমি রোগীর কাছে গিয়ে দেখি ততক্ষণে ওই নারী মারা গিয়েছেন।’ 

স্বজনরা বলছেন, ‘শারীরিক দুর্বলতা কাটাতে ইনজেকশন পুশ করেন ওই ডাক্তার। তবে ভুলবশত অন্য কোন ইনজেকশন দিয়েছে কি না আমরা জানি না। আমাদের ধারণা ভুল ইনজেকশন দেওয়ার ফলে তাৎক্ষণিক মৃত্যু ঘটেছে।’ 

বিষয়টি ধামাচাপা দিতে ইলিয়টগঞ্জ ১৯ নম্বর দক্ষিণ ইউনিয়নে মো. মামুনুর রশিদ মামুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক বসেন। বৈঠকে নিহতের স্বামী মো. কাশেম মিয়াকে ২০ হাজার টাকায় রফা করার প্রস্তাব করেন। কিন্তু ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক হোসেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে নিহতের মৃতদেহ বাড়ি নিয়ে যান। 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত