চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৮
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০৩

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দক্ষিণ কাহারিয়াঘোনার ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৭)। তিনি চকরিয়া পৌরসভা করিয়াঘোনা গ্রামের জামাল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইব্রাহিমের আত্মীয় এনামুল হক বলেন, ‘ইব্রাহিম ছোটকাল থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত