Ajker Patrika

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০৩
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দক্ষিণ কাহারিয়াঘোনার ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৭)। তিনি চকরিয়া পৌরসভা করিয়াঘোনা গ্রামের জামাল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইব্রাহিমের আত্মীয় এনামুল হক বলেন, ‘ইব্রাহিম ছোটকাল থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত