Ajker Patrika

কর্ণফুলীর ফায়ার স্টেশনের সুফল পাবে পুরো চট্টগ্রামবাসী: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীর ফায়ার স্টেশনের সুফল পাবে পুরো চট্টগ্রামবাসী: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলীবাসীর জন্য নির্মিত ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে। কারখানা ও মানুষের জানমাল রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ণ ফায়ার সার্ভিস। এ ফায়ার স্টেশনের সুফল পুরো চট্টগ্রামবাসী পাবে। 

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নির্মিত কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। 

কর্ণফুলীকে নিয়ে তিনি তাঁর প্রয়াত বাবার স্বপ্নের কথা স্মরণ করে বলেন, ‘আমার বাবা আখতারুজ্জামান চৌধুরীর স্বপ্ন ছিল কর্ণফুলীবাসীকে ত্রিমুখী শাসন থেকে মুক্ত করা। বাবার সে স্বপ্ন পূরণ ও কর্ণফুলীবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছি। নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।’ 

আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের সরকার আখ্যায়িত করে ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলে আনোয়ারা-কর্ণফুলীসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণে যে স্বপ্ন দেখেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন অক্ষরে-অক্ষরে পূরণ করেছেন।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিত চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ১১ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প পরিচালকের উপ সচিব মো. শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসেটিয়াম লিমিডেটের স্বত্বাধিকারী মমিনুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত