Ajker Patrika

পরিবেশকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৯: ০৭
পরিবেশকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাহাড় নিধন ও পরিবেশ রক্ষাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের ১০টি পরিবেশবাদী সংগঠন। আজ রোববার নগরীর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ১৮ ক ধারায় রাষ্ট্রকে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জীববৈচিত্র্য রক্ষার কথা বলা হয়েছে। যে মানুষটি উন্নত বিশ্বের বিলাসী জীবন ফেলে খাগড়াছড়ির গভীর জঙ্গলে জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ করছেন, তাঁর ওপর ধারাবাহিক হামলা হচ্ছে। মানুষ তার মা, ভাই, সন্তানকে ভালোবাসে। কজন মানুষ আছে যারা রাস্তার কুকুরকে ভালোবাসে, কয়জন মানুষ আছে যে বনের শিয়াল, হরিণকে নিয়ে চিন্তা করে।’ 

রিজওয়ানা হাসান বলেন, ‘বন্য পশুপাখির প্রতি ভালোবাসা, আমাদের সমাজের মানুষ কেমন সেটাই আমাদের জানতে শেখায় বুঝতে শেখায়। পরিবেশ নিয়ে যারা কাজ করেন বন্য প্রাণী নিয়ে কাজ করেন তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। তাদের ওপর আঘাত মানে জাতীয় মূল্যবোধের ওপর আঘাত। সেই আঘাত কে করছে? 

বেলার প্রধান নির্বাহী বলেন, ‘খাগড়াছড়ির মাহফুজ রাসেলের ওপর যারা হামলা করে সেই অপরাধীদের ধরা হচ্ছে না কেন। আমরা দেখি মাঝরাতে সাংবাদিকদের কোমরে দড়ি দেওয়া হয়। কেন, দেখি না পরিবেশ রক্ষাকারীদের হামলার বিষয়ে অপরাধীদের নাম ধরে অভিযোগ করার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা কি একটি মূল্যবোধহীন জাতিতে পরিণত হচ্ছি। তা হতে পারে না। এই জাতির মূল্যবোধ হবে সহযোগিতার–সহমর্মিতার।’ 

সভাপতির বক্তব্যে সাংবাদিক আলীউর রহমান বলেন, ‘জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দেশের প্রচলিত আইন অনুযায়ী কাজ করলেই পাহাড় নদী খাল রক্ষা করা সম্ভব। চট্টগ্রামে পাহাড় রক্ষায় বেলা হাইকোর্টে দায়েরকৃত রিট মামলার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ তিনি ২০০৭ সালে শক্তিশালী পাহাড় রক্ষা কমিটির প্রদত্ত সুপারিশমালা বাস্তবায়ন করে পাহাড়শুমারি ও পাহাড়ের ধরন অবস্থান সুনির্দিষ্ট করার দাবি জানান। 

বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক বেলার নেটওয়ার্কিং মেম্বার আলীউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, জাইকা গবেষক পরিবেশবিদ অধ্যাপক নোমান আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পুকুর রক্ষা আন্দোলনের সভাপতি আবদুল আলীম, ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুন দাশগুপ্ত, বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ, গ্রিন ফিঙ্গারসের কো-ফাউন্ডার আবু সুফিয়ান, রিতু ফারাবি, সাংবাদিক ও সংগঠক প্রিতম দাশ, সেফ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, পরিবেশ ফোরাম ৮৮ এর পরিচালক মঞ্জুরুল কবির বিপ্লব প্রমুখ। 

মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, অগ্নিবীনা পাঠাগার, গ্রিন ফিঙ্গারস, পরিবেশ ফোরাম ৮৮ সেইভ দ্য নেচার, বাংলাদেশ ওয়াইল্ড ওয়াচ, স্নেইক রেসকিউ টিম বাংলাদেশ ও পুকুর রক্ষা আন্দোলন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত