কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
আজ রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ দুই শিশু হলো—একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) এবং নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজনই খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে সৈকতে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে নিখোঁজ দুই শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করছেন।
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
আজ রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ দুই শিশু হলো—একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) এবং নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজনই খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে সৈকতে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে নিখোঁজ দুই শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করছেন।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
৫ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
২১ মিনিট আগেপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
৩২ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
৪০ মিনিট আগে