কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমে নিখোঁজ বিজিবি সদস্য মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আর আগে চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে।
এর আগে গতকাল শনিবার সকালে নাফ নদের মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার ভোররাতে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নৌকাডুবির ঘটনায় শনিবার চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমে নিখোঁজ বিজিবি সদস্য মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আর আগে চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে।
এর আগে গতকাল শনিবার সকালে নাফ নদের মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার ভোররাতে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নৌকাডুবির ঘটনায় শনিবার চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
খাতা মূল্যায়নে জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফকে বরখাস্ত করা হয়েছে। ১২ মার্চ তা’মীরুল মিল্লাত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. কোরবান আলী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
১১ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর দুই ছেলে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকানা দাবি করে গতকাল বৃহস্পতিবার সৈকতসংলগ্ন শুঁটকি মার্কেটে এ তালা দেওয়া হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে শান্তিশৃঙ্খলা
১৫ মিনিট আগেপ্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরগুনার পাথরঘাটায় বিএনপি এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। গ্রেপ্তার নেতার নাম আবুল কালাম ওরফে গদি কালাম। তিনি রায়হানপুর ইউনিয়ন
৪৪ মিনিট আগেখালিদ সাইফুল্লাহ বলেন, ‘সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, মারধর করা, তাঁদের মোটরসাইকেলে আগুন দেওয়া এবং ক্যামেরা-মোবাইল ফোন ভাঙচুর করার মতো সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পার পেয়ে যাবেন, তা ঠিক না। তাই আমরা আইনগতভাবে যেমন বিষয়টি দেখেছি, তেমনি সন্ত্রাসীর বিচারও বিএনপির সিনিয়র নেতাদের কাছে দাবি করেছি।
১ ঘণ্টা আগে