Ajker Patrika

চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৩
চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করা যুবক মো. জাহেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বায়েজিদ থানা-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা। 

ওসি বলেন, ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি পুলিশ আগেই উদ্ধার করেছে। মো. জাহেদকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিস্তল, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ৪০-৫০ জন যুবক বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকা থেকে মিছিল নিয়ে আমিন কলোনিতে গিয়ে দোকান ভাঙচুর, দোকান থেকে টাকা লুটপাট ও স্থানীয়দের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ ঘটনায় আবদুল্লাহ আল মাহমুদ নামে এক দোকানিকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পরদিন আহতের পরিবারের পক্ষ থেকে থানায় করা মামলার অভিযোগে ঘটনার সময় গ্রেপ্তার জাহেদকে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় বলে উল্লেখ করা হয়। 

ওই মামলার পর পুলিশ গত ১৪ ও ১৫ জানুয়ারি বায়েজিদ থানার বার্মা কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল, কিরিচসহ সতেরোজনকে গ্রেপ্তার করে। 

ওসি সনজয় কুমার সিনহা বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত