নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করা যুবক মো. জাহেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বায়েজিদ থানা-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।
ওসি বলেন, ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি পুলিশ আগেই উদ্ধার করেছে। মো. জাহেদকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিস্তল, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ৪০-৫০ জন যুবক বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকা থেকে মিছিল নিয়ে আমিন কলোনিতে গিয়ে দোকান ভাঙচুর, দোকান থেকে টাকা লুটপাট ও স্থানীয়দের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ ঘটনায় আবদুল্লাহ আল মাহমুদ নামে এক দোকানিকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পরদিন আহতের পরিবারের পক্ষ থেকে থানায় করা মামলার অভিযোগে ঘটনার সময় গ্রেপ্তার জাহেদকে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় বলে উল্লেখ করা হয়।
ওই মামলার পর পুলিশ গত ১৪ ও ১৫ জানুয়ারি বায়েজিদ থানার বার্মা কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল, কিরিচসহ সতেরোজনকে গ্রেপ্তার করে।
ওসি সনজয় কুমার সিনহা বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করা যুবক মো. জাহেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বায়েজিদ থানা-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।
ওসি বলেন, ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি পুলিশ আগেই উদ্ধার করেছে। মো. জাহেদকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিস্তল, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ৪০-৫০ জন যুবক বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকা থেকে মিছিল নিয়ে আমিন কলোনিতে গিয়ে দোকান ভাঙচুর, দোকান থেকে টাকা লুটপাট ও স্থানীয়দের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ ঘটনায় আবদুল্লাহ আল মাহমুদ নামে এক দোকানিকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পরদিন আহতের পরিবারের পক্ষ থেকে থানায় করা মামলার অভিযোগে ঘটনার সময় গ্রেপ্তার জাহেদকে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় বলে উল্লেখ করা হয়।
ওই মামলার পর পুলিশ গত ১৪ ও ১৫ জানুয়ারি বায়েজিদ থানার বার্মা কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল, কিরিচসহ সতেরোজনকে গ্রেপ্তার করে।
ওসি সনজয় কুমার সিনহা বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে