Ajker Patrika

চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মো. রফিকুল ইসলাম খান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রফিকুল ইসলাম খান সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত কলমতর খানের ছেলে।

গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আল-আমিন হোসেন নামে এক ব্যক্তি গত ১৮ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীকে প্রধান আসামিসহ আরও ১১০ জনকে নামীয় ও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওসি মো. বাহার মিয়া বলেন, “বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রফিকুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত