Ajker Patrika

মিরসরাইয়ে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০০: ৫৪
মিরসরাইয়ে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। শিশুটির নাম লামিয়া আক্তার। শিশুটি প্রবাসী রাজিব উদ্দিনের মেয়ে। 

আজ শুক্রবার দুপুরে ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জমাদার গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির আজিজুল হকের ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ঘটনাটি জুমার নামাজের সময় হওয়ায় আগুন নেভাতে তেমন কেউ এগিয়ে আসতে পারেনি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আজিজুল হকের তিন ছেলে প্রবাসে থাকেন। তাঁর দ্বিতীয় ছেলে রাজিব উদ্দিনের মেয়ে মারা গেছে। একটি সচ্ছল পরিবার নিমেষেই সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। ঘরের স্বর্ণালংকার নগদ টাকাসহ আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় কামরুল ইসলাম জানান, আগুনের লেলিহান এত বেশি ছিল মুহূর্তেই সব শেষ হয়ে যায়। 

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হায়াতুন্নবী বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। দূরত্ব বেশি হওয়ার কারণে কিছুই রক্ষা করা যায়নি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত