Ajker Patrika

আট বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৩: ০৮
আট বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সবগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাঁকে গতকাল সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।

আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।

২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। গতকাল সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাঁকে মুক্তির আদেশ দিয়েছেন।

রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০টি মামলা রয়েছে। 

এদিকে জামিনে বেরিয়ে আসার খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম কারাগারের সামনে নেতা-কর্মীরা ভিড় জমান। সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরপরই দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। এ সময় সেখানে কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত