সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রেখেছেন ফরিদগঞ্জে ২০ গ্রামের মানুষ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২: ২৯
Thumbnail image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানেরা পবিত্র রমজানের প্রথম রোজা রেখেছেন আজ সোমবার। গতকাল রোববার রাতে তারাবির নামাজ পড়ে এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন তাঁরা। 

সোমবার থেকে উপজেলার যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। 

এই গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাককে (রহ.) অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন ফরিদগঞ্জের এ গ্রামগুলোর ধর্মপ্রাণ মুসলমানেরা। 

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া (৪২), আবদুল কুদ্দুস (৫৫) ও ইব্রাহিম খলিল (৫০) জানান, বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১০টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়েছে। তারপর ভোররাতে সাহরি খেয়ে সোমবার পবিত্র রোজা পালন শুরু করেছেন তাঁরা। 

মুন্সিরহাট এলাকার কবির হোসেন (৫১), লক্ষ্মীপুর এলাকার গোলাম কিবরিয়াসহ আরও অনেকেই জানান, পূর্ব পুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন। 

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই জানান, তাঁর মসজিদে রোববার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। সোমবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত