নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image
অসীম কুমার পাল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে উপজেলার ফান্দাউক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

নাসিরনগর থানার ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় করা মামলায় অসীম কুমার পাল আসামি। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি পুলিশ নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত