প্রতিনিধি
ফরিদগঞ্জ (চাঁদপুর): ঘরে একটি সিলিং ফ্যান আর একটি বাল্ব। অন্য ব্যবহার বলতে সেলফোনে চার্জ দেওয়া। এমন গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছে সাড়ে ৭৮ হাজার টাকা! অথচ ওই পরিবার সাধারণত একশ থেকে দেড় শ টাকা বিল দিয়ে থাকে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২–এর ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এক গ্রাহকের।
ভুতুড়ে বিলটি পেয়েছে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের ব্যাপারী বাড়ির গ্রাহক।
ভুক্তভোগী রুমা আক্তার বলেন, আমার স্বামী একজন শ্রমিক। প্রতি মাসে আমগো বিল আসতো এক শ টাকা থেকে দেড় শ টাকা। কিন্তু কেন মার্চ মাসে এত টাকা বিল আসছে তা আমার জানা নেই। পল্লি বিদ্যুতের স্যারেরা আমার সঙ্গে যে ব্যবহার কইচ্ছে, আমরা গরিব তাতে কী, আমরাও তো মানুষ। হেতারা আমগোরে বিল দিতামকই অফিস থেকে নামাই দিয়েছে।
তিনি আরও বলেন, গত ৫ বছর ওই মিটারটি ব্যবহার করে আসছেন, তিনি একটি ফ্যান ও একটি বাতি ব্যবহার করছে। এ ছাড়া মোবাইল ফোনের চার্জার ব্যবহার করেন।
বিদ্যুতের বিলের কপি দেখে নিশ্চিত হওয়া গেছে, রুমা আক্তার নিয়মিত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু মার্চে তিনি মোবাইলের মাধ্যমে জানতে পারেন বিদ্যুৎ বিল এসেছে ৭৮ হাজার ৬৮৯ টাকা। এমন তথ্য পেয়ে তিনি ছুটে যান ফরিদগঞ্জ পল্লি বিদ্যুতের জোনাল অফিসে। সেখানে গিয়ে কোনো সমাধান মেলেনি। বরং কর্তৃপক্ষ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ রুমা বেগমের।
এদিকে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বশীল একজন কর্মকর্তা দাবি করেছেন, রুমা বেগমের মিটারটিতে শর্টসার্কিট হওয়ার কারণেই এমন বিল এসেছে। তবে তিনি ঘটনস্থল পরিদর্শন করেননি বলেও স্বীকার করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২–এর ফরিদগঞ্জ জোনাল অফিসে কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নূরল হোসাইন বলেন, গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলে তো আর বিল আসে না। আমি খোঁজ নিয়েছি, ওইখানে শর্টসার্কিট হয়েছে। আমি বলে দিয়েছি, গ্রাহককে বিলগুলো দিয়ে দেওয়ার জন্য।
শর্টসার্কিট হয়ে শুধু বিদ্যুৎ বিল এসেছে, কোনো অগ্নিকাণ্ড, মেইন সুইচ কিংবা মিটারের কোনো ক্ষতি হয়নি। এরপরও কেন গ্রাহককে পুরো বিল দিতে হবে–এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আপনারা ইউএনও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেন, ইউএনও স্যার বিষয়টি জানেন।
তবে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। তিনি ডিজিএমকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই কল করেন। কিন্তু ডিজিএম তাকে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানান ইউএনও।
ফরিদগঞ্জ (চাঁদপুর): ঘরে একটি সিলিং ফ্যান আর একটি বাল্ব। অন্য ব্যবহার বলতে সেলফোনে চার্জ দেওয়া। এমন গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছে সাড়ে ৭৮ হাজার টাকা! অথচ ওই পরিবার সাধারণত একশ থেকে দেড় শ টাকা বিল দিয়ে থাকে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২–এর ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এক গ্রাহকের।
ভুতুড়ে বিলটি পেয়েছে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের ব্যাপারী বাড়ির গ্রাহক।
ভুক্তভোগী রুমা আক্তার বলেন, আমার স্বামী একজন শ্রমিক। প্রতি মাসে আমগো বিল আসতো এক শ টাকা থেকে দেড় শ টাকা। কিন্তু কেন মার্চ মাসে এত টাকা বিল আসছে তা আমার জানা নেই। পল্লি বিদ্যুতের স্যারেরা আমার সঙ্গে যে ব্যবহার কইচ্ছে, আমরা গরিব তাতে কী, আমরাও তো মানুষ। হেতারা আমগোরে বিল দিতামকই অফিস থেকে নামাই দিয়েছে।
তিনি আরও বলেন, গত ৫ বছর ওই মিটারটি ব্যবহার করে আসছেন, তিনি একটি ফ্যান ও একটি বাতি ব্যবহার করছে। এ ছাড়া মোবাইল ফোনের চার্জার ব্যবহার করেন।
বিদ্যুতের বিলের কপি দেখে নিশ্চিত হওয়া গেছে, রুমা আক্তার নিয়মিত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু মার্চে তিনি মোবাইলের মাধ্যমে জানতে পারেন বিদ্যুৎ বিল এসেছে ৭৮ হাজার ৬৮৯ টাকা। এমন তথ্য পেয়ে তিনি ছুটে যান ফরিদগঞ্জ পল্লি বিদ্যুতের জোনাল অফিসে। সেখানে গিয়ে কোনো সমাধান মেলেনি। বরং কর্তৃপক্ষ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ রুমা বেগমের।
এদিকে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বশীল একজন কর্মকর্তা দাবি করেছেন, রুমা বেগমের মিটারটিতে শর্টসার্কিট হওয়ার কারণেই এমন বিল এসেছে। তবে তিনি ঘটনস্থল পরিদর্শন করেননি বলেও স্বীকার করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২–এর ফরিদগঞ্জ জোনাল অফিসে কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নূরল হোসাইন বলেন, গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলে তো আর বিল আসে না। আমি খোঁজ নিয়েছি, ওইখানে শর্টসার্কিট হয়েছে। আমি বলে দিয়েছি, গ্রাহককে বিলগুলো দিয়ে দেওয়ার জন্য।
শর্টসার্কিট হয়ে শুধু বিদ্যুৎ বিল এসেছে, কোনো অগ্নিকাণ্ড, মেইন সুইচ কিংবা মিটারের কোনো ক্ষতি হয়নি। এরপরও কেন গ্রাহককে পুরো বিল দিতে হবে–এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আপনারা ইউএনও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেন, ইউএনও স্যার বিষয়টি জানেন।
তবে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। তিনি ডিজিএমকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই কল করেন। কিন্তু ডিজিএম তাকে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানান ইউএনও।
ডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য্যের ভেবে জামায়াত নেতার ঘেরের মাছ লুটের ঘটনায় দুজনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২ ঘণ্টা আগে