নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৮: ৩৫
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৮: ৫৮

সমন্বয়কদের মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে নোয়াখালীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আজ সোমবার নোয়াখালী জিলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। 

এ সময় বক্তারা সারা দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিহতদের স্মরণ করেন। এসব হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি করেন। শিক্ষার্থীরা ঢাকায় পুলিশের গুলিতে নিহত নোয়াখালী পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভীর হত্যার বিচার দাবি করেন। 

বিক্ষোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কয়েকজন অভিভাবক বক্তব্য দেন। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। 

নোয়াখালীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথম থেকেই ভিন্ন খাতে নিতে একটি মহল চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়। সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা অবস্থান করেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত