Ajker Patrika

ছাগলনাইয়ার সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২৩: ৫৯
ছাগলনাইয়ার সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামীকাল রোববার ভোট অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্ধারিত ৪৬টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। 

ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জসিম উদ্দিন বলেন, ৫টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্ধারিত ৪৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ। 

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী প্রচার কাজে বাধাসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ব্যতীত অন্য দলের প্রার্থীরা এবং এলাকার সাধারণ ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আর উৎকণ্ঠা প্রকাশ করছেন। 

নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও নির্বাচন কমিশনে (ইসি) নানা অভিযোগ দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মী সমর্থকদের হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নানা রকম হুমকি দেওয়া  হচ্ছে। 

মহামায়া ইউনিয়নে জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন (মশাল) বলেন, কোনো প্রকার বাধা ছাড়াই সুন্দর পরিবেশে তিনি এবং তাঁর দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কা ও উৎকণ্ঠা প্রকাশ করেন। 

তিনি বলেন, মেম্বার পদে ভোট সুষ্ঠু করা হবে এবং চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর পক্ষে সিল মেরে তাকে বিজয়ী করা হবে এমন গুজব শোনা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন। 

রাধানগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া বলেন, বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রয়েছে। অতীতের ন্যায় নৌকার পক্ষে বহু বহিরাগত লোক আমার নির্বাচনী এলাকায় প্রবেশ করেছে। আমি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। তবে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আমি শঙ্কিত। সরকারি দলের লোকেরা (আওয়ামী লীগ) কেন্দ্র দখল করে যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। যদি আমাদের ওপর জুলুম করে তাহলে আমরা আল্লাহর কাছে বিচার চাইব। 

শুভপুর ইউনিয়নের ৭ নম্বর দক্ষিণ মন্দিয়া ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন খোন্দকার জাহেদ (মোরগ প্রতীক) প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী (মোহাম্মদ সাহাব উদ্দিন) আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। ওই প্রার্থী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ভোটকেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ। 

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী অপরাধের সাজা দিতে সঙ্গে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। 

ছাগলনাইয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, প্রার্থী ও ভোটারসহ পুরো নির্বাচনী এলাকার নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। 

৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৭৮ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৮৬৫ জন। মোট ভোটকেন্দ্র ৪৬টি, মোট ভোট কক্ষ ২৯৩টি। মোট চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, মেম্বার প্রার্থী ১৯৯ জন এবং মহিলা মেম্বার প্রার্থী ৪২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত