ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামীকাল রোববার ভোট অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্ধারিত ৪৬টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জসিম উদ্দিন বলেন, ৫টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্ধারিত ৪৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী প্রচার কাজে বাধাসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ব্যতীত অন্য দলের প্রার্থীরা এবং এলাকার সাধারণ ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আর উৎকণ্ঠা প্রকাশ করছেন।
নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও নির্বাচন কমিশনে (ইসি) নানা অভিযোগ দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মী সমর্থকদের হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে।
মহামায়া ইউনিয়নে জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন (মশাল) বলেন, কোনো প্রকার বাধা ছাড়াই সুন্দর পরিবেশে তিনি এবং তাঁর দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কা ও উৎকণ্ঠা প্রকাশ করেন।
তিনি বলেন, মেম্বার পদে ভোট সুষ্ঠু করা হবে এবং চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর পক্ষে সিল মেরে তাকে বিজয়ী করা হবে এমন গুজব শোনা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন।
রাধানগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া বলেন, বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রয়েছে। অতীতের ন্যায় নৌকার পক্ষে বহু বহিরাগত লোক আমার নির্বাচনী এলাকায় প্রবেশ করেছে। আমি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। তবে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আমি শঙ্কিত। সরকারি দলের লোকেরা (আওয়ামী লীগ) কেন্দ্র দখল করে যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। যদি আমাদের ওপর জুলুম করে তাহলে আমরা আল্লাহর কাছে বিচার চাইব।
শুভপুর ইউনিয়নের ৭ নম্বর দক্ষিণ মন্দিয়া ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন খোন্দকার জাহেদ (মোরগ প্রতীক) প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী (মোহাম্মদ সাহাব উদ্দিন) আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। ওই প্রার্থী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ভোটকেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী অপরাধের সাজা দিতে সঙ্গে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, প্রার্থী ও ভোটারসহ পুরো নির্বাচনী এলাকার নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৭৮ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৮৬৫ জন। মোট ভোটকেন্দ্র ৪৬টি, মোট ভোট কক্ষ ২৯৩টি। মোট চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, মেম্বার প্রার্থী ১৯৯ জন এবং মহিলা মেম্বার প্রার্থী ৪২ জন।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামীকাল রোববার ভোট অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্ধারিত ৪৬টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জসিম উদ্দিন বলেন, ৫টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্ধারিত ৪৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী প্রচার কাজে বাধাসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ব্যতীত অন্য দলের প্রার্থীরা এবং এলাকার সাধারণ ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আর উৎকণ্ঠা প্রকাশ করছেন।
নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও নির্বাচন কমিশনে (ইসি) নানা অভিযোগ দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মী সমর্থকদের হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে।
মহামায়া ইউনিয়নে জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন (মশাল) বলেন, কোনো প্রকার বাধা ছাড়াই সুন্দর পরিবেশে তিনি এবং তাঁর দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কা ও উৎকণ্ঠা প্রকাশ করেন।
তিনি বলেন, মেম্বার পদে ভোট সুষ্ঠু করা হবে এবং চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর পক্ষে সিল মেরে তাকে বিজয়ী করা হবে এমন গুজব শোনা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন।
রাধানগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া বলেন, বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রয়েছে। অতীতের ন্যায় নৌকার পক্ষে বহু বহিরাগত লোক আমার নির্বাচনী এলাকায় প্রবেশ করেছে। আমি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। তবে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আমি শঙ্কিত। সরকারি দলের লোকেরা (আওয়ামী লীগ) কেন্দ্র দখল করে যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। যদি আমাদের ওপর জুলুম করে তাহলে আমরা আল্লাহর কাছে বিচার চাইব।
শুভপুর ইউনিয়নের ৭ নম্বর দক্ষিণ মন্দিয়া ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন খোন্দকার জাহেদ (মোরগ প্রতীক) প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী (মোহাম্মদ সাহাব উদ্দিন) আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। ওই প্রার্থী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ভোটকেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী অপরাধের সাজা দিতে সঙ্গে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, প্রার্থী ও ভোটারসহ পুরো নির্বাচনী এলাকার নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৭৮ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৮৬৫ জন। মোট ভোটকেন্দ্র ৪৬টি, মোট ভোট কক্ষ ২৯৩টি। মোট চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, মেম্বার প্রার্থী ১৯৯ জন এবং মহিলা মেম্বার প্রার্থী ৪২ জন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২ ঘণ্টা আগে