সেনবাগে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি
Thumbnail image

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে জাহিদুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট-দিলদার মার্কেট সড়কের আজিজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট থেকে মোটরসাইকেলযোগে কল্যান্দি যাচ্ছিলেন জাহিদ। কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড় পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। তাতে মাথায় আঘাত পান তিনি। তা ছাড়া মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত