দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে ‘কারাগারে ফিরে যেতে হবে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটিই সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার বিকেল ৫টায় ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায় তিনি এসব কথা বলেন।
দ্বিতীয়বার বিবেচনার সুযোগ নেই বলে আইনমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর কথা জানানোর পর মন্ত্রী এ কথা বললেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘খালেদা জিয়াকে জেলে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভয়েস অব আমেরিকাতে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সেটিই সরকারের সিদ্ধান্ত।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যারা চায়, তারা সেই সময়ে দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল। সেই তারাই দুপুরের মধ্যে ভোট শেষ করে ক্ষমতায় গিয়েছিল। যেখানে শেখ হাসিনা আছে–সেখানে পেশিশক্তি টিকবে না।’
জনসভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু, শিক্ষা উপমন্ত্রী সংসদ সদস্য মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদের সভাপতি রেজাউর রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান।
আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহমেদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, জাসদের জেলা সভাপতি নুরুল আমিন। সঞ্চালনা করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিপি প্রিয় রঞ্জন দত্ত, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মজুমদারসহ ১৪ দলের নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে ‘কারাগারে ফিরে যেতে হবে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটিই সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার বিকেল ৫টায় ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায় তিনি এসব কথা বলেন।
দ্বিতীয়বার বিবেচনার সুযোগ নেই বলে আইনমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর কথা জানানোর পর মন্ত্রী এ কথা বললেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘খালেদা জিয়াকে জেলে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভয়েস অব আমেরিকাতে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সেটিই সরকারের সিদ্ধান্ত।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যারা চায়, তারা সেই সময়ে দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল। সেই তারাই দুপুরের মধ্যে ভোট শেষ করে ক্ষমতায় গিয়েছিল। যেখানে শেখ হাসিনা আছে–সেখানে পেশিশক্তি টিকবে না।’
জনসভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু, শিক্ষা উপমন্ত্রী সংসদ সদস্য মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদের সভাপতি রেজাউর রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান।
আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহমেদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, জাসদের জেলা সভাপতি নুরুল আমিন। সঞ্চালনা করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিপি প্রিয় রঞ্জন দত্ত, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মজুমদারসহ ১৪ দলের নেতৃবৃন্দ।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১৬ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪০ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে