গুইমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
Thumbnail image

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহীম মোল্লা (৬৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার সামসুর নগর জামে মসজিদ নামক স্থানে ইব্রাহীম মোল্লা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহীম মোল্লাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমার থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত