ফেনীতে নৌকার পক্ষে ভোট চেয়ে বহিষ্কার হলেন বিএনপি নেতা

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬: ৩১
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মিলনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মিলনকে (মিলন মেম্বার) দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার মাতুভূঞা ইউনিয়নে আয়োজিত সভায় ফেনী-৩ আসনের নৌকার প্রার্থী মো. আবুল বাশারের মতবিনিময় সভায় দেলোয়ার হোসেন মিলন অংশ নেন। এ সময় সেখানে তিনি নৌকায় ভোট চান।

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল আজকের পত্রিকাকে বলেন, বিএনপি একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে আন্দোলনে চালিয়ে যাচ্ছে। সেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় মিলনকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিলন বলেন, নৌকার প্রার্থী আবুল বাশার সম্পর্কে তাঁর চাচা হন। তাই স্থানীয়দের চাপে তিনি ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত