পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার হাবিলাস দ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন গ্রামের শফিক চেয়ারম্যানের বাড়ির ১৪টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে স্থানীয় আবু বক্করের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের টিনশেড সেমিপাকা ঘরে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন মাহমুদুল হক, আবু বক্কর, আবদুল খালেক, আবুল মনসুর, আবদুস সাত্তার, হারুন, মুছা, জমির হোসেন, ইলিয়াস, আলমগীর, শাহজাহান, আয়েশা খাতুন ও আবদুল মালেক। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
প্রত্যক্ষদর্শী ও আগুন নেভাতে আসা মোহাম্মদ হাসান ও মুমিনুল ইসলাম সুমন জানান, উত্তর হুলাইন গ্রামের শফিক চেয়ারম্যানের বাড়ির আবু বক্করের ঘরে রাতে মেহমান আসে। রাতে তাদের খাওয়াদাওয়া শেষে বিদায় দিয়ে আবু বক্করের স্ত্রী গ্যাসের চুলায় তরকারি গরম দেওয়ার জন্য যান। অসাবধানতাবসত গ্যাস লাইনের পাইপে আগুন লাগে। এ সময় বিকট শব্দে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ি-ঘরের লোকজন যে অবস্থায় ছিল সে অবস্থায় প্রাণে বাঁচতে দৌড়ে বাইরে চলে আসে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লেগে বাড়িগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী এসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটা ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে জ্বল-পুড়ে সব শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুর মালেক ও আলমগীর বলেন, ‘আগুনে নগদ টাকা-পয়সা, গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে আমাদের। আমরা খোলা আকাশের নিচে আছি।’
পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বসতঘরগুলো টিনশেড আর ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি এখনো। এ ব্যাপারে কাজ চলছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মধ্যে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
চট্টগ্রামের পটিয়ার হাবিলাস দ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন গ্রামের শফিক চেয়ারম্যানের বাড়ির ১৪টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে স্থানীয় আবু বক্করের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের টিনশেড সেমিপাকা ঘরে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন মাহমুদুল হক, আবু বক্কর, আবদুল খালেক, আবুল মনসুর, আবদুস সাত্তার, হারুন, মুছা, জমির হোসেন, ইলিয়াস, আলমগীর, শাহজাহান, আয়েশা খাতুন ও আবদুল মালেক। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
প্রত্যক্ষদর্শী ও আগুন নেভাতে আসা মোহাম্মদ হাসান ও মুমিনুল ইসলাম সুমন জানান, উত্তর হুলাইন গ্রামের শফিক চেয়ারম্যানের বাড়ির আবু বক্করের ঘরে রাতে মেহমান আসে। রাতে তাদের খাওয়াদাওয়া শেষে বিদায় দিয়ে আবু বক্করের স্ত্রী গ্যাসের চুলায় তরকারি গরম দেওয়ার জন্য যান। অসাবধানতাবসত গ্যাস লাইনের পাইপে আগুন লাগে। এ সময় বিকট শব্দে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ি-ঘরের লোকজন যে অবস্থায় ছিল সে অবস্থায় প্রাণে বাঁচতে দৌড়ে বাইরে চলে আসে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লেগে বাড়িগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী এসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটা ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে জ্বল-পুড়ে সব শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুর মালেক ও আলমগীর বলেন, ‘আগুনে নগদ টাকা-পয়সা, গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে আমাদের। আমরা খোলা আকাশের নিচে আছি।’
পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বসতঘরগুলো টিনশেড আর ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি এখনো। এ ব্যাপারে কাজ চলছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মধ্যে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে