নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসক ও সহকারীর ওপর রোগীর স্বজনেরা হামলা চালিয়েছেন। ছাত্রদল নেতার পরিচয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ডা. মো. আরিফুল ইসলাম এবং তাঁর সহকারী ছিলেন এলএলএসএস নুরুল ইসলাম সুমন।
ঘটনার বিবরণে জানা যায়, এ সময় মো. ইউসুপ নামের এক ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। রোগীর সঙ্গে রিমনসহ দুজন সহায়তাকারী আসেন। একপর্যায়ে রোগীর স্বজনরা তাদের রোগীকে আগে দেখার অনুরোধ করে এবং তারা নিজেদের নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানবীরের লোক বলে দাবি করেন।
এই সময় ডা. মো. আরিফুল ইসলাম আরও দুজন রোগী আসলে তাদেরও সেবা দিচ্ছিলেন। একপর্যায়ে রোগীর একজন স্বজন ডা. মো. আরিফুল ইসলামকে নিজের মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে ডা. মো. আরিফুল ইসলাম আহত হয়। মো. আরিফুল ইসলামকে বাঁচাতে তাঁর সহকারী নুরুল ইসলাম সুমন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনা হাসপাতালে জানাজানি হলে চিকিৎসকরা কর্ম বিরতির ঘোষণা দেয়। একপর্যায়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন।
মা ও শিশু হাসপাতালে হামলায় অভিযুক্তদের বিষয়ে জানতে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তানবীরকে মোবাইল ফোনে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সন্ত্রাসী, আমার লোক বা আমার দলের কেউ নয়।’
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আমরা যেকোনো প্রকারে চিকিৎসকদের নিরাপত্তা দিব।’
হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনার সময় আসা রোগী মো. ইউসুপ বিকেলেই আবার ডিসচার্জ অন রিস্ক বন্ড দিয়ে (ডিইউআরবি) চলে যায় এবং রোগীর বিল বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকা ছাড় (ডিসকাউন্ট) দেয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসক ও সহকারীর ওপর রোগীর স্বজনেরা হামলা চালিয়েছেন। ছাত্রদল নেতার পরিচয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ডা. মো. আরিফুল ইসলাম এবং তাঁর সহকারী ছিলেন এলএলএসএস নুরুল ইসলাম সুমন।
ঘটনার বিবরণে জানা যায়, এ সময় মো. ইউসুপ নামের এক ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। রোগীর সঙ্গে রিমনসহ দুজন সহায়তাকারী আসেন। একপর্যায়ে রোগীর স্বজনরা তাদের রোগীকে আগে দেখার অনুরোধ করে এবং তারা নিজেদের নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানবীরের লোক বলে দাবি করেন।
এই সময় ডা. মো. আরিফুল ইসলাম আরও দুজন রোগী আসলে তাদেরও সেবা দিচ্ছিলেন। একপর্যায়ে রোগীর একজন স্বজন ডা. মো. আরিফুল ইসলামকে নিজের মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে ডা. মো. আরিফুল ইসলাম আহত হয়। মো. আরিফুল ইসলামকে বাঁচাতে তাঁর সহকারী নুরুল ইসলাম সুমন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনা হাসপাতালে জানাজানি হলে চিকিৎসকরা কর্ম বিরতির ঘোষণা দেয়। একপর্যায়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন।
মা ও শিশু হাসপাতালে হামলায় অভিযুক্তদের বিষয়ে জানতে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তানবীরকে মোবাইল ফোনে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সন্ত্রাসী, আমার লোক বা আমার দলের কেউ নয়।’
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আমরা যেকোনো প্রকারে চিকিৎসকদের নিরাপত্তা দিব।’
হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনার সময় আসা রোগী মো. ইউসুপ বিকেলেই আবার ডিসচার্জ অন রিস্ক বন্ড দিয়ে (ডিইউআরবি) চলে যায় এবং রোগীর বিল বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকা ছাড় (ডিসকাউন্ট) দেয়।
পল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) কারাগারে পাঠানো হয়েছে। মামলায় তার রিমান্ড শুনানি হবে ২৪ নভেম্বর। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
১ মিনিট আগেবরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নাসিমা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাসিমার স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর নাসিমা আরেকটি বিয়ে করলেও তা বেশি দিন টিকেনি। তারপর থেকে তিনি প্রায় ১০ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে একা বসবাস করতেন।
১৩ মিনিট আগেবরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে স্থানীয় জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায়।
২১ মিনিট আগেবগুড়ায় দুটি হত্যাকাণ্ডসহ তিনটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার ফাঁপোড় কৈচর পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে