ছাত্রদল নেতার পরিচয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২২: ৩২

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসক ও সহকারীর ওপর রোগীর স্বজনেরা হামলা চালিয়েছেন। ছাত্রদল নেতার পরিচয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ডা. মো. আরিফুল ইসলাম এবং তাঁর সহকারী ছিলেন এলএলএসএস নুরুল ইসলাম সুমন।

ঘটনার বিবরণে জানা যায়, এ সময় মো. ইউসুপ নামের এক ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। রোগীর সঙ্গে রিমনসহ দুজন সহায়তাকারী আসেন। একপর্যায়ে রোগীর স্বজনরা তাদের রোগীকে আগে দেখার অনুরোধ করে এবং তারা নিজেদের নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানবীরের লোক বলে দাবি করেন।

এই সময় ডা. মো. আরিফুল ইসলাম আরও দুজন রোগী আসলে তাদেরও সেবা দিচ্ছিলেন। একপর্যায়ে রোগীর একজন স্বজন ডা. মো. আরিফুল ইসলামকে নিজের মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে ডা. মো. আরিফুল ইসলাম আহত হয়। মো. আরিফুল ইসলামকে বাঁচাতে তাঁর সহকারী নুরুল ইসলাম সুমন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনা হাসপাতালে জানাজানি হলে চিকিৎসকরা কর্ম বিরতির ঘোষণা দেয়। একপর্যায়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন।

মা ও শিশু হাসপাতালে হামলায় অভিযুক্তদের বিষয়ে জানতে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তানবীরকে মোবাইল ফোনে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সন্ত্রাসী, আমার লোক বা আমার দলের কেউ নয়।’

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আমরা যেকোনো প্রকারে চিকিৎসকদের নিরাপত্তা দিব।’

হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনার সময় আসা রোগী মো. ইউসুপ বিকেলেই আবার ডিসচার্জ অন রিস্ক বন্ড দিয়ে (ডিইউআরবি) চলে যায় এবং রোগীর বিল বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকা ছাড় (ডিসকাউন্ট) দেয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত