কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে শোয়ার ঘরের বিছানা থেকে রিনা আক্তার (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহত নারীর পাশে পড়ে ছিল একটি রক্তাক্ত দা। গতকাল মঙ্গলবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নারী রিনা আক্তার ওই এলাকার আবু নাছেরের স্ত্রী। পুলিশ মঙ্গলবার গভীর রাতে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি নিহত নারীর স্বামী আবু নাছের ও দারোয়ানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক চকোরীসহ কয়েকজন জানান, নিহত নারীর স্বামী আবু নাছের তারাবির নামাজ পড়ে বাসায় এসে দেখতে পান দরজা খোলা। আর বিছানায় রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রীর লাশ পড়ে রয়েছে। ভাঙা ছিল বাড়ির আলমারি ও লকার।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, নিজ বাড়িতে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে মুঠোফোন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শোয়ার ঘরের বিছানা থেকে গলাকাটা অবস্থায় নারীর লাশ ও একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহতের বাড়ি থেকে কোনো স্বর্ণালংকার বা নগদ টাকা লুট হওয়ার আলামত পাওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। পাশাপাশি ঘটনার তদন্তে পিবিআই ও র্যাবের টিমও কাজ করছে।
কক্সবাজার শহরে শোয়ার ঘরের বিছানা থেকে রিনা আক্তার (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহত নারীর পাশে পড়ে ছিল একটি রক্তাক্ত দা। গতকাল মঙ্গলবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নারী রিনা আক্তার ওই এলাকার আবু নাছেরের স্ত্রী। পুলিশ মঙ্গলবার গভীর রাতে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি নিহত নারীর স্বামী আবু নাছের ও দারোয়ানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক চকোরীসহ কয়েকজন জানান, নিহত নারীর স্বামী আবু নাছের তারাবির নামাজ পড়ে বাসায় এসে দেখতে পান দরজা খোলা। আর বিছানায় রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রীর লাশ পড়ে রয়েছে। ভাঙা ছিল বাড়ির আলমারি ও লকার।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, নিজ বাড়িতে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে মুঠোফোন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শোয়ার ঘরের বিছানা থেকে গলাকাটা অবস্থায় নারীর লাশ ও একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহতের বাড়ি থেকে কোনো স্বর্ণালংকার বা নগদ টাকা লুট হওয়ার আলামত পাওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। পাশাপাশি ঘটনার তদন্তে পিবিআই ও র্যাবের টিমও কাজ করছে।
নতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
৮ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে
২৫ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে