নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফরিদ মাহমুদ। তিনি বলেন, আমার ১১ হাজার ২০০ নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন। তাঁদের ভোটও আমি পাইনি। ভোট পেয়েছি মাত্র ২ হাজার ৩৮টি।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ফরিদ মাহমুদ বলেন, ‘নির্বাচনে আমার ৩ হাজার ৫০০ নেতা-কর্মী কাজ করেছেন। যাঁরা আমার লিস্টেড। এঁদের পরিবারে তিনজন করে সদস্যও যদি থাকে, তাহলে ১০ হাজার ৫০০ ভোট শুধু নেতা-কর্মীর পরিবার থেকে পাওয়ার কথা। এ ছাড়া ৭০০ এজেন্ট নির্বাচনে কাজ করেছেন। এই হিসাবে ১১ হাজার ২০০ ভোট পাওয়ার কথা। কিন্তু আমাদের ভোট দেখাইছে মাত্র ২ হাজার ৩৮টি।’
ফরিদ মাহমুদ বলেন, ‘আজ হোক কাল হোক, সত্য প্রকাশিত হবে। কারও বিরুদ্ধে বলছি না। তবে, আপনারা বুঝতে পারছেন।’
ফরিদ মাহমুদ বলেন, ‘সব কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। সকালে স্বাক্ষর নিয়ে এজেন্টদের বের করে দেয়। প্রতিটি ভোটকেন্দ্রে অপরিচিত লোকদের দেখতে পেয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফরিদ মাহমুদ। তিনি বলেন, আমার ১১ হাজার ২০০ নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন। তাঁদের ভোটও আমি পাইনি। ভোট পেয়েছি মাত্র ২ হাজার ৩৮টি।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ফরিদ মাহমুদ বলেন, ‘নির্বাচনে আমার ৩ হাজার ৫০০ নেতা-কর্মী কাজ করেছেন। যাঁরা আমার লিস্টেড। এঁদের পরিবারে তিনজন করে সদস্যও যদি থাকে, তাহলে ১০ হাজার ৫০০ ভোট শুধু নেতা-কর্মীর পরিবার থেকে পাওয়ার কথা। এ ছাড়া ৭০০ এজেন্ট নির্বাচনে কাজ করেছেন। এই হিসাবে ১১ হাজার ২০০ ভোট পাওয়ার কথা। কিন্তু আমাদের ভোট দেখাইছে মাত্র ২ হাজার ৩৮টি।’
ফরিদ মাহমুদ বলেন, ‘আজ হোক কাল হোক, সত্য প্রকাশিত হবে। কারও বিরুদ্ধে বলছি না। তবে, আপনারা বুঝতে পারছেন।’
ফরিদ মাহমুদ বলেন, ‘সব কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। সকালে স্বাক্ষর নিয়ে এজেন্টদের বের করে দেয়। প্রতিটি ভোটকেন্দ্রে অপরিচিত লোকদের দেখতে পেয়েছি।’
বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান...
৫ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
২১ মিনিট আগেচাটমোহরে বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে হাজারো মানুষ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে