নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পরিবারের ইচ্ছে হেলিকপ্টারে করে ছেলে শ্বশুরবাড়ি থেকে বউ নিয়ে আসবে নিজের বাড়ি। শ্বশুরেরও ইচ্ছে ছিল মেয়ে হেলিকপ্টারে করে যাবে শ্বশুর বাড়ি। দুই পরিবারের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ের আসরে এলেন সৌদি প্রবাসী বর।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ দৃশ্য দেখা যায়।
উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা বর মো. আব্দুল হাকিম তালুকদার একই উপজেলার পাশ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়া তালুকদারের ছেলে। সৌদিতে তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে।
এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
কনের বাবা সাবেক ইউপি সদস্য মো. আরাফাত আলী জানান, ‘আজকে আমার বড় মেয়ে রোমা আক্তারের বিয়ে হচ্ছে। সন্তানদের মধ্যেও সে সবার বড়। আমার ইচ্ছে ছিল মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাব। জামাই আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমি আনন্দিত হয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
বিয়ের দাওয়াতে আসা চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার বলেন, ‘বর-কনে দুজনই হাওড় এলাকার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় হেলিকপ্টার তো দূরের কথা চার চাকার গাড়িই দেখা যায় না। আজকে এই হাওড় অঞ্চলের বিয়েতে হেলিকপ্টার দেখে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।’
এ ব্যাপারে সৌদি প্রবাসী বর মো. আব্দুল হাকিম তালুকদার জানান, ‘আমার পরিবারের ইচ্ছে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখা এবং শ্বশুরেরও শখ তাঁর মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুর বাড়ি যাবে। এছাড়া আমার ও আমার পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়েটা এভাবে করার।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ‘খাগালিয়ার কনে আর গোয়ালনগরের বরের হেলিকপ্টারে করে বিয়ের বিষয়টি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল।’
পরিবারের ইচ্ছে হেলিকপ্টারে করে ছেলে শ্বশুরবাড়ি থেকে বউ নিয়ে আসবে নিজের বাড়ি। শ্বশুরেরও ইচ্ছে ছিল মেয়ে হেলিকপ্টারে করে যাবে শ্বশুর বাড়ি। দুই পরিবারের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ের আসরে এলেন সৌদি প্রবাসী বর।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ দৃশ্য দেখা যায়।
উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা বর মো. আব্দুল হাকিম তালুকদার একই উপজেলার পাশ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়া তালুকদারের ছেলে। সৌদিতে তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে।
এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
কনের বাবা সাবেক ইউপি সদস্য মো. আরাফাত আলী জানান, ‘আজকে আমার বড় মেয়ে রোমা আক্তারের বিয়ে হচ্ছে। সন্তানদের মধ্যেও সে সবার বড়। আমার ইচ্ছে ছিল মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাব। জামাই আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমি আনন্দিত হয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
বিয়ের দাওয়াতে আসা চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার বলেন, ‘বর-কনে দুজনই হাওড় এলাকার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় হেলিকপ্টার তো দূরের কথা চার চাকার গাড়িই দেখা যায় না। আজকে এই হাওড় অঞ্চলের বিয়েতে হেলিকপ্টার দেখে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।’
এ ব্যাপারে সৌদি প্রবাসী বর মো. আব্দুল হাকিম তালুকদার জানান, ‘আমার পরিবারের ইচ্ছে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখা এবং শ্বশুরেরও শখ তাঁর মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুর বাড়ি যাবে। এছাড়া আমার ও আমার পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়েটা এভাবে করার।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ‘খাগালিয়ার কনে আর গোয়ালনগরের বরের হেলিকপ্টারে করে বিয়ের বিষয়টি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১১ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে