Ajker Patrika

নোয়াখালীতে শিশু ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৩: ০৮
নোয়াখালীতে শিশু ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আউয়াল সাজু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

সাজু কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত সাজু ওই শিশুকে সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যান। একপর্যায়ে আরও সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন সাজু। ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে সাজু পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরপরে গত রোববার রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ সোমবার ভোরে ওই যুবককে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত