আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সাহেবেরা কিছুই করতে পারেন না, তারা নকল করতে ওস্তাদ।
আজ সোমবার বিকেলে মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি স্লোগান দিয়েছেন “টেক ব্যাক আমেরিকা”। আমাদের বিএনপির সাহেবেরা, উনারা কিন্তু নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।’
এ সময় আইনমন্ত্রী হাস্যরস করে বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেনের স্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। এখন কিন্তু উনারা বলে না বিল্ড বেটার। বিএনপি ওই বক্তব্য নকল করে ‘টেক ব্যাক আমেরিকার পরিবর্তন করে ‘টেক ব্যাক বাংলাদেশ বলে স্লোগান তুলছে’।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাইডেন কিন্তু বিল্ড বেটারও বলেছিলেন, ‘বিএনপির সাহেবেরা কিন্তু টেক ব্যাক বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ, যা হাস্যকর বটে।’
বিএনপিকে উদ্দেশে তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এক ইঞ্চি তারতম্য ঘটবে না।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানি, জেলা পরিষদের সদস্য এম এ আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সাহেবেরা কিছুই করতে পারেন না, তারা নকল করতে ওস্তাদ।
আজ সোমবার বিকেলে মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি স্লোগান দিয়েছেন “টেক ব্যাক আমেরিকা”। আমাদের বিএনপির সাহেবেরা, উনারা কিন্তু নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।’
এ সময় আইনমন্ত্রী হাস্যরস করে বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেনের স্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। এখন কিন্তু উনারা বলে না বিল্ড বেটার। বিএনপি ওই বক্তব্য নকল করে ‘টেক ব্যাক আমেরিকার পরিবর্তন করে ‘টেক ব্যাক বাংলাদেশ বলে স্লোগান তুলছে’।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাইডেন কিন্তু বিল্ড বেটারও বলেছিলেন, ‘বিএনপির সাহেবেরা কিন্তু টেক ব্যাক বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ, যা হাস্যকর বটে।’
বিএনপিকে উদ্দেশে তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এক ইঞ্চি তারতম্য ঘটবে না।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানি, জেলা পরিষদের সদস্য এম এ আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
২১ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
২৭ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
৩১ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
১ ঘণ্টা আগে