মিয়ানমারে সংঘাত: বিজিপির ২৯ সদস্য আশ্রয় নিলেন বাংলাদেশে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১৬: ২১
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৭: ৫৬

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পড়ে আজ সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে ঢুকেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বিজিপির ২৯ সদস্য অংথাপায়া ক্যাম্প থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এর আগে গত মাসের ৪ থেকে ৬ ফেব্রুয়ারি বিজিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ৩৩০ জন সদস্য নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। পরে ১৫ ফেব্রুয়ারি সমুদ্রপথে তাঁদের মিয়ানমারে বিজিপির কাছে হস্তান্তর করে বিজিবি।

গত ২ ফেব্রুয়ারি রাত থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তুমব্রু রাইট ও লেফট ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এক মাসের বেশি সময় ধরে সেখানে সংঘাত চলছে। এর মধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলি এসে পড়ে দুই বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ওপারের গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও ভারী অস্ত্রের বিকট শব্দে এপার কেঁপে উঠছে।

আরও পড়ুন: 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত