চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানোর প্রতিবাদে মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
Thumbnail image
চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে (৭৮) জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার প্রতিবাদে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধারা আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার শৈলবতী নন্দন চৌধুরী, উপজেলার সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল হাশেম, আব্দুল বারিক, শাসছুল হক ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হালিম চৌধুরী নিজাম।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড পৌরসভার সাবেক কমান্ডার কাজী জামাল উদ্দিন, নিজামুল হক মজুমদার, আমির হোসেন মজুমদার, জমির উদ্দিন, ফারুক হোসেন, ইদ্রিস ভূঁইয়া, পেয়ার আহমেদ, গাজী নূর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আবদুল হাই কানু নামের এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার একটি ভিডিও গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত