নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পালিয়ে যাওয়া এক আসামির বোন।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে সুন্দরী হিজড়া (২০), মো. বাদশা ওরফে ববিতা হিজড়া (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮) ও মো. ইব্রাহিম (২৮)। এদের নিজ বাড়ি বিভিন্ন জেলায় হলেও তাঁরা নগরীর চান্দগাঁও থানাধীন হানিফের কলোনিতে থাকেন।
আজ রোববার (২০ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক কারবার করে আসছেন হানিফ ও তাঁর সহযোগীরা। বিশেষ করে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফসহ দুজকে গ্রেপ্তার করার পর পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়।
ওসি মো. মাঈনুর রহমান বলেন, শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশ কিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। এ সময় আত্মরক্ষার্থে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ এক নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
ওসি আরও জানান, নিহত নাজমা আক্তার পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি হানিফের বোন বলে। এই ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রাম নগরীতে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পালিয়ে যাওয়া এক আসামির বোন।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে সুন্দরী হিজড়া (২০), মো. বাদশা ওরফে ববিতা হিজড়া (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮) ও মো. ইব্রাহিম (২৮)। এদের নিজ বাড়ি বিভিন্ন জেলায় হলেও তাঁরা নগরীর চান্দগাঁও থানাধীন হানিফের কলোনিতে থাকেন।
আজ রোববার (২০ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক কারবার করে আসছেন হানিফ ও তাঁর সহযোগীরা। বিশেষ করে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফসহ দুজকে গ্রেপ্তার করার পর পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়।
ওসি মো. মাঈনুর রহমান বলেন, শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশ কিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। এ সময় আত্মরক্ষার্থে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ এক নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
ওসি আরও জানান, নিহত নাজমা আক্তার পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি হানিফের বোন বলে। এই ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
বগুড়ার কাহালুতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেময়মনসিংহে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশের ধান খেত থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বার সমিতির সদস্যরা তাতে অংশ নেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে।
৩ ঘণ্টা আগে