Ajker Patrika

বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে আতিথেয়তায় মুগ্ধ সৌদি নাগরিক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১: ৩৭
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ফরিদগঞ্জের জামালপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সৌদি ব্যবসায়ী আল ইব্রাহিম। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ফরিদগঞ্জের জামালপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সৌদি ব্যবসায়ী আল ইব্রাহিম। ছবি: সংগৃহীত

বন্ধুর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের রিয়াদ শহরের নাগরিক আল ইব্রাহিম। সবুজের সমারোহ ঘেরা প্রাকৃতিক পরিবেশ, বাংলার সংস্কৃতি, বিয়ে, সামাজিক অনুষ্ঠান উপভোগ ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন সৌদি ব্যবসায়ী আল ইব্রাহিম।

গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে ফরিদগঞ্জের পাইকপাড়া ইউজি উচ্চবিদ্যালয়ের মাঠে অবতরণ করেন তিনি। সেখানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তাঁকে তাঁরই বাংলাদেশি বন্ধু আব্দুল্লাহ ফারুকসহ তাঁর পরিবার ও স্বজনেরা।

পরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ফরিদগঞ্জের জামালপুর গ্রামের বর আব্দুল্লাহ ফারুক ও বালিথুবা গ্রামের কন্যা সামিয়া সুলতানা দম্পতির নতুন জীবনের সাক্ষী হয়ে বিয়ে অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

জানা যায়, ফরিদগঞ্জের জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির পুত্রসন্তান আব্দুল্লাহ ফারুক আট বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তাঁর ভগ্নিপতি এমরান হোসেন পাটওয়ারীর সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে তাঁর। বন্ধুর কাছ থেকে বাংলাদেশের বিয়েসহ নানান উৎসবে সংস্কৃতি সম্পর্কে অবগত হওয়ার পর বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বন্ধুর কথা রাখতেই তিনি প্রথমবার বাংলাদেশে এসেছেন।

সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম বলেন, ‘আমার বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জেনেছি তার থেকে, সেই থেকে আমার ইচ্ছে হয় বাংলাদেশে আসার। সবুজের সমারোহ ঘেরা প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই দেশের সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছি আমি। সময় পেলে আবারও ছুটে আসব এই দেশে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ফরিদগঞ্জের জামালপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সৌদি ব্যবসায়ী আল ইব্রাহিম। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ফরিদগঞ্জের জামালপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সৌদি ব্যবসায়ী আল ইব্রাহিম। ছবি: সংগৃহীত

এদিকে আব্দুল্লাহ ফারুক বলেন, ‘আমরা কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হই। কিন্তু প্রবাসে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই, তাহলে অনেক কিছুই করা সম্ভব। যিনি আমার বিয়েতে যোগ দিতে আসছেন তাঁর সঙ্গে পরিচয়ের পর বর্তমানে একই সঙ্গে ব্যবসা করে থাকি। তিনি আমার আপন ভগ্নিপতির মালিক হলেও আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রবাসে আমাদের বাঙালিদের দ্বারা বাঙালি ভাইদের ক্ষতি হচ্ছে। আমি চাই যারা প্রবাসে যাই, তারা যেন সব সময় সততা ও আদর্শের মাধ্যমে কাজ করে। আমাদের নীতি-আদর্শ ভালো হলে সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিকেরা আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এতে বাঙালিরাই লাভবান হবে।’

আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) সকালে সৌদি আরবের আল ইব্রাহিমের বাংলাদেশ ত্যাগ করার কথা জানিয়েছেন আব্দুল্লাহ ফারুকের পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত