প্রতিনিধি, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের চক্রপাড়ায় ধলিয়া নদীর ভাঙনে কয়েকটি পরিবার ঘরবাড়ি হারানোর পথে। কেউ কেউ আগে থেকেই ঘর ছেড়ে স্থানান্তর হয়ে গেছে। কারও ঘর ছেড়ে যাওয়ার কোনো ঠিকানা নেই।
গতকাল বুধবার সকাল থেকে অতিবৃষ্টির ফলে হঠাৎ করেই ভাঙতে শুরু করে ধলিয়া নদীর পাড়। এতে নদীর পার্শ্ববর্তী ঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
এরই মধ্যে, নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি ঘর। পাশাপাশি রাস্তা ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে ভাঙনের ঝুঁকিতে।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গেলে মো. আব্দুর রহিম জানান, গত বছর ধলিয়া নদীর পাড় ভাঙনে আমার ঘর নিয়ে যায়। পরে জীবন বাঁচাতে ঘর ছেড়ে অন্যথায় স্থানান্তর হয়েছি। পাড় ভাঙনে আমার পাকা ঘর নদীতে চলে যায়।
মরিয়ম আক্তার জানান, সকালের বৃষ্টিতে ধলিয়া নদীর পানির স্রোতে আমার ঘরের সামনের অংশ ভেঙে গেছে। কিছুক্ষণ পরপর পাড় ভেঙে পড়ছে। জীবন বাঁচাতে ঘর ছেড়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছি।
অন্যদিকে আব্দুল জলিল বলেন, এরই মধ্যে আমার ঘর হেলে পড়েছে। যেকোনো সময় নদীতে মিশে যেতে পারে। তাই ঘরের আসবাবপত্র সরিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ বলেন, অতিবর্ষণ, পাহাড় ধস, নদী ভাঙন অথবা প্রাকৃতিক দুর্যোগ জনিত অন্য কোন কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে হলে উপজেলা প্রশাসনকে জানালে সহায়তা করা হবে।
মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের চক্রপাড়ায় ধলিয়া নদীর ভাঙনে কয়েকটি পরিবার ঘরবাড়ি হারানোর পথে। কেউ কেউ আগে থেকেই ঘর ছেড়ে স্থানান্তর হয়ে গেছে। কারও ঘর ছেড়ে যাওয়ার কোনো ঠিকানা নেই।
গতকাল বুধবার সকাল থেকে অতিবৃষ্টির ফলে হঠাৎ করেই ভাঙতে শুরু করে ধলিয়া নদীর পাড়। এতে নদীর পার্শ্ববর্তী ঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
এরই মধ্যে, নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি ঘর। পাশাপাশি রাস্তা ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে ভাঙনের ঝুঁকিতে।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গেলে মো. আব্দুর রহিম জানান, গত বছর ধলিয়া নদীর পাড় ভাঙনে আমার ঘর নিয়ে যায়। পরে জীবন বাঁচাতে ঘর ছেড়ে অন্যথায় স্থানান্তর হয়েছি। পাড় ভাঙনে আমার পাকা ঘর নদীতে চলে যায়।
মরিয়ম আক্তার জানান, সকালের বৃষ্টিতে ধলিয়া নদীর পানির স্রোতে আমার ঘরের সামনের অংশ ভেঙে গেছে। কিছুক্ষণ পরপর পাড় ভেঙে পড়ছে। জীবন বাঁচাতে ঘর ছেড়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছি।
অন্যদিকে আব্দুল জলিল বলেন, এরই মধ্যে আমার ঘর হেলে পড়েছে। যেকোনো সময় নদীতে মিশে যেতে পারে। তাই ঘরের আসবাবপত্র সরিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ বলেন, অতিবর্ষণ, পাহাড় ধস, নদী ভাঙন অথবা প্রাকৃতিক দুর্যোগ জনিত অন্য কোন কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে হলে উপজেলা প্রশাসনকে জানালে সহায়তা করা হবে।
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক নেতার সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২৮ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে