সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনকে আর্থিক এবং প্রশাসনিক এ দায়িত্ব দেওয়া হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার শাখার প্রেরিত অফিস আদেশ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন পরিষদ, মুরাদপুর ইউনিয়ন পরিষদ, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ, বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। 

এ ছাড়াও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। 

জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়া পরিষদের কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতে তারা নিরলস দায়িত্ব পালন করে যাবেন। এজন্য সকলের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি জানান। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে যান উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা। সেই সঙ্গে পরিষদেঅনুপস্থিত রয়েছেন ইউপি সদস্যরা। জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হওয়া এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত