Ajker Patrika

কোরবানির গরু না কেনায় ক্রেতাকে হত্যার চেষ্টা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ২১: ৪৫
কোরবানির গরু না কেনায় ক্রেতাকে হত্যার চেষ্টা

চট্টগ্রামের মিরসরাইয়ে কোরবানির গরু না কেনায় আব্দুল মতিন (৩৫) নামের এক প্রবাসীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার জুন সকাল ১১টায় মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মতিনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তারা মাথায় ছয়টি সেলায় দেওয়া হয়েছে বলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

এ ঘটনায় মিরসরাই থানায় তিনজনের নাম উল্লেখ করে প্রবাসী আব্দুল মতিন অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, একই বাড়ির গরু ব্যবসায়ী নাছির করিম (৫৫), নাছির করিমের ছেলে ইসতিহাক চৌধুরী নাঈম (২৫), নাছির করিমের স্ত্রী সাহেদা বেগম (৪৫)।

হামলার শিকার প্রবাসী আব্দুল মতিনের স্বাক্ষরিত লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, আবদুল মতিন (৩৫) গরু ব্যবসায়ী নাছির করিমের একই বাড়ির বাসিন্দা হলেও সে নাছির করিমের ঘরে ভাড়ায় থাকেন। আবদুল মতিন কোরবানির গরু নাছির করিমের কাছ থেকে না কিনে অন্যজন থেকে কিনে আনায় তর্কবিতর্কের একপর্যায়ে নাছির করিম ও তার ছেলে ইসতিহাক চৌধুরী নাঈম আবদুল মতিনের মাথায় ও বুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। উপর্যুপরি আঘাতে আবদুল মতিন ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তার মাথায় ছয়টি সেলাই দেন। 

আট নম্বর ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু জানান, কোরবানির গরু কেনা নিয়ে হামলার ঘটনাটি সত্য। আহত আবদুল মতিন এখনো মস্তান নগর হাসপাতালে ভর্তি রয়েছে। নাছির উদ্দিন মেম্বারের বিরুদ্ধে এর আগেও মানুষ পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। সে বদমেজাজি প্রকৃতির মানুষ। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। 

তবে অভিযোগ অস্বীকার করে নাছির করিম বলেন, আজ দুপুরে বাড়ির সামনে গরু দেখা নিয়ে দুষ্টুমির মধ্যে হঠাৎ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সে পাশের ড্রেনে পড়ে মাথায় এবং শরীরে আঘাত পায়। সে আমার চাচাতো ভাই, আমি কেন তাকে মারতে যাব?

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ বিষয়ে দুপুরে একটি অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত