বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের (ভিক্ষু) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিহারের সেবকেরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে তাঁর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিহত বিহার অধ্যক্ষের নাম নন্দ বংশ মহাথের।
বিহারের সেবকেরা জানায়, অধ্যক্ষ নন্দ বংশ মহাথেরের বয়স ৭৩ বছর। তিনি ওই বিহারে অধ্যক্ষ হিসেবে অনেক বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেবকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান এবং পুলিশকে এ খবর দেন। খবর পেয়ে বান্দরবান সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ বংশ মহাথেরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।
এ বিষয়ে বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, আজ সকালে মিনঝিরি বৌদ্ধ বিহারের সামনে ঝুলন্ত অবস্থায় নন্দ বংশ মহাথেরের (৭৩) মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের (ভিক্ষু) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিহারের সেবকেরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে তাঁর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিহত বিহার অধ্যক্ষের নাম নন্দ বংশ মহাথের।
বিহারের সেবকেরা জানায়, অধ্যক্ষ নন্দ বংশ মহাথেরের বয়স ৭৩ বছর। তিনি ওই বিহারে অধ্যক্ষ হিসেবে অনেক বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেবকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান এবং পুলিশকে এ খবর দেন। খবর পেয়ে বান্দরবান সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ বংশ মহাথেরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।
এ বিষয়ে বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, আজ সকালে মিনঝিরি বৌদ্ধ বিহারের সামনে ঝুলন্ত অবস্থায় নন্দ বংশ মহাথেরের (৭৩) মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
২০ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২৬ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৪৩ মিনিট আগে